বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত প্রায় ৮ কোটি

প্রকাশিত: ৫:২৯ পূর্বাহ্ণ, |                          

বিশ্বের প্রায় সব দেশেই চলছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। এখন পর্যন্ত প্রায় আট কোটি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য দিয়েছে।

শুক্রবার সকাল নয়টা পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে সারাবিশ্বে এখন পর্যন্ত ১৭ লাখ ৪৯ হাজার ৩৪০ জন মানুষ মারা গেছেন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৭ কোটি ৯৭ লাখ ২৯ হাজার। এছাড়া সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৫ কোটি ৬১ লাখ ২৬ হাজার ৮৪৩।
করোনা ভাইরাস সবচেয়ে বেশি চোখ রাঙিয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৩ লাখ ৩৭ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।

এছাড়া শনাক্তও হয়েছে প্রায় ২ কোটি।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১ লাখ ৪৭ হাজার ৪৬৮। আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৪৭ হাজার ১২৮ জনের।