কামানের গোলায় কাশ্মীর সীমান্তে পাকিস্তানি নারী নিহত

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, |                          

ভারতীয় বাহিনীর কামানের গোলায় কাশ্মীর সীমান্তে এক পাকিস্তানি নারী নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে পাকিন্তানের সেনাবাহিনী।

পাকিস্তানের সেনাবাহিনী মঙ্গলবার এ অভিযোগ করে। হটস্প্রিং ও জনত্রোদ সেক্টরে বিনা উসকানিতে ভারতীয় সেনাবাহিনী ভারী অস্ত্র ও মর্টারের গোলা ছুড়েছে বেসামরিক এলাকায়। খবর ইয়েনি সাফাকের।

এতে ঘটনাস্থলেই ৫০ বছরের ওই নারী নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারত সীমান্তে হামলার অভিযোগ করেছে।

১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকে জম্মু-কাশ্মীর নিয়ে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর সঙ্গে এ পর্যন্ত তিনবার যুদ্ধ হয়েছে।

২০১৯ সালের ৫ আগস্ট ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পর এ অঞ্চলে নতুন করে সীমান্ত সংঘাত শুরু হয়।