গ্রীসে ডিসেম্বরে শুরু হচ্ছে টিকা দেয়া

Jaber Jaber

Ahmed

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০ | আপডেট: ৬:২১:অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০

গ্রীসে ডিসেম্বরে শুরু হবে টিকা দেয়া

সেলিম আহমদ, গ্রিস থেকে.২৭ শে ডিসেম্বর থেকে গ্রীসে টিকা দেয়া শুরু হবে। করোনা চলাকালীন সময়ে টিকা প্রদান সম্পর্কিত চূড়ান্ত পরিকল্পনা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সি এন এন গ্রীস এ খবর প্রকাশ করেছেন।
পরিকল্পনা অনুযায়ী কভিড -১৯ চিকিৎসারত হাসপাতালগুলোতে ভ্যাকসিন বা টিকা দেয়া হতে পারে। ধারণা করা হচ্ছে স্বাস্থ্য সেবায় নিয়োজিত বা হাসপাতালে কর্মরত কর্ম-কর্তা কর্মচারীদের প্রথম টিকা দেওয়া হবে। সতিরিয়া হাসপাতাল প্রথমে আছে ,যেখান থেকে প্রথম ভ্যাকসিন দেওয়া হতে পারে।