নতুন নামে মার্কিন মহাকাশ বাহিনী

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, |                          

যুক্তরাষ্ট্রের নবগঠিত মহাকাশ বাহিনীর সদস্যদের নাম ঘোষণা করেছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

এখন থেকে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর নবগঠিত এই শাখাটির সদস্যরা গার্ডিয়ান্স নামে পরিচিত হবেন। খবর নিউইয়র্ক টাইমসের।

শুক্রবার বাহিনীটির প্রথম বর্ষপূর্তিতে এই ঘোষণা দেন পেন্স। ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অন্যতম নীতি হিসেবে এই বাহিনী গঠন করা হয়।

মহাকাশে রাশিয়া ও চীনের হুমকি বাড়তে থাকায় মহাকাশ বাহিনী (স্পেস আর্মি) গঠনের ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

সমন্বিত যুদ্ধ কমান্ডের অধীনে মার্কিন মহাকাশ কমান্ড গঠন করা হয়।

এক টুইট বার্তায় মহাকাশ বাহিনী জানিয়েছে, মহাকাশ কার্যক্রম চালানোর সঙ্গে গার্ডিয়ানস নামের দীর্ঘ ইতিহাস জড়িয়ে আছে। এই নামটি গর্বিত ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক।