বিজয় খুঁজি সামাদ আলম কাওছার

Jaber Jaber

Ahmed

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, |                          

বিজয় তুমি লাখ শহীদের,
রক্ত মাখা প্রাণ।
ওরা মুখে বলে,
কিন্তু দেখি করে অসম্মান।

বিজয় তুমি মা বোনদের,
ইজ্জতে কেনা স্বাধীনতা।
আজও এদেশে ধর্ষণ হয়!
বিপন্ন হয় মানবতা।

বিজয় তুমি বাংলার
সরষে ফুলের ঘ্রাণ।
পড়ায় আছে বাস্তবে নেই,
কৃষকের সম্মান।

বিজয় তুমি গণতন্ত্রে,
মুক্ত মনের হাসি।
এই কি বিজয় সত্য বলায়,
জেল না হয় ফাঁসি।

মনবতা আজ বিলুপ্ত প্রায়,
ধর্ম নিয়ে রাজনীতি।
নেতারা প্রায় লুটেরা আজ,
মরণেও নেই ভীতি।

বিজয় আসুক সকলের তরে,
বঙ্গ কন্যার হাত ধরে।
যাক ছড়িয়ে সুখের আবেশ,
সব মানুষের ঘরে ঘরে।