সিলেট ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০
ইউরো-বাংলা প্রেসক্লাব ২০১৭ ইং সালে আদি সভ্যতার দেশ গ্রীসে প্রতিষ্ঠা লাভ করে। ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের কাছে দ্রুত গ্রহন যোগ্যতা লাভ করে। ২০১৯ ইং সালে “প্রবাসীদের প্রাপ্তি ও প্রত্যাশা আমাদের করণীয়” শীর্ষক আন্তর্জাতিক সেমিনার এর মাধ্যমে ইউরোপে ইউরো-বাংলা প্রেস ক্লাব তার জাত পরিচয় দেয়।
২০২০ ইং সালে (সাম্প্রতিক) বহিঃবিশ্বে ছড়িয়ে থাকা সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ কে একই প্লাটফর্মে করার প্রয়াসে ইউরো-বাংলা প্রেস ক্লাব বৃহত্তর অঙ্গনে যাত্রা শুরু করলো।
আমাদের লক্ষ্য এবং উদ্দ্যেশ্য সুদূর প্রসারী… ইউরো-বাংলা প্রেস ক্লাব দেশ এবং দেশের বাহিরে অবস্থানরত বাংলাদেশীদের পাশা পাশি সকল জাতি ধর্ম বর্নের মানুষের কল্যানে কাজ করার প্রত্যয়ে কাজ করে যাবে।
প্রবাসের মাটিতে আমাদের পরিচয় আমরা বাঙালি বাংলাদেশী, স্বদেশ এবং মানুষের জন্য আমাদের দায়বদ্ধতা আমরা এড়াতে পারিনা যার জন্য দলবদ্ধ ঐক্যের মাধ্যমে প্রেসক্লাব ইতিমধ্যে ইউরোপে সুনির্দিষ্ট ১৫টি দাবি উপস্থাপন করে আন্তর্জাতিক সেমিনারের মাধ্যমে সাড়া জাগিয়েছিল।
তারই ধারাবাহিকতায় ইউরো-বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির যাত্রা শুরু…
উপদেষ্টা মন্ডলীঃ-
১/ ইউরো-বাংলা প্রেসক্লাব’র প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক রিয়াজুল ইসলাম কাওছার, ইতালি।
২/ সিনিয়র সাংবাদিক আরিফুর রহমান আরিফ, গ্রীস।
৩/ সাংবাদিক মাইদুল মিয়া, অস্ট্রিয়া।
কেন্দ্রীয় কমিটিতে যাহারা স্থান পেয়েছেন-
০১/ সভাপতি- মোঃ তাইজুল ইসলাম ফয়েজ, ফ্রান্স।
০২/ সিনিয়র সহ-সভাপতি- এম আলী চৌধুরী, ফ্রান্স।
০৩/ সহ-সভাপতি- সৈয়দ মেহেদী রাসেল, কানাডা।
০৪/ সহ-সভাপতি- কবি হাবিব ফয়েজি, যুক্তরাষ্ট্র।
০৫/ সহ-সভাপতি- তাজ উদ্দীন, ফ্রান্স।
০৬/ সাধারণ সম্পাদক- জাকির হোসেন চৌধুরী মুন্না, গ্রীস।
০৭/ যুগ্ম সম্পাদক- এ কে আজাদ, আয়ারল্যান্ড।
০৮/ যুগ্ম সম্পাদক- সোহেল আহমদ, ফ্রান্স।
০৯/ যুগ্ন সম্পাদক – মোস্তফা জামাল ইমন, যুক্তরাষ্ট্র।
১০/ সাংগঠনিক সম্পাদক- জালাল আহমদ, সুইডেন।
১১/ সাংগঠনিক সম্পাদক- জুবায়ের আহমদ শিশু, ইতালি।
১২/ সাংগঠনিক সম্পাদক- জাবের আহমদ, ফ্রান্স।
১৩/ কোষাধ্যক্ষ- শামসুল ইসলাম, ইংল্যান্ড।
১৪/ আন্তর্জাতিক সম্পাদক- নূর খান, জার্মান।
১৫/ আন্তর্জাতিক সম্পাদক -হাসানুজ্জামান চৌধুরী, ফ্রান্স।
১৬/মহিলা সম্পাদিকা- সুলতানা খান, সুইজারল্যান্ড।
১৭/ মহিলা সম্পাদিকা- রুজি বেগম, ফ্রান্স।
১৮/ প্রচার ও প্রকাশনা সম্পাদক- জুবেল আহমদ, পর্তুগাল।
১৯/ অভিবাসন বিষয়ক সম্পাদক- সিদ্দিকুর রহমান, স্পেন।
২০/ মানবাধিকার সম্পাদক- হামিদুল ইসলাম, ফিনল্যান্ড।
২১/ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মওদুদ আল-রাজী, নেদারল্যান্ড।
২২/ দক্ষিন এশিয়া বিষয়ক সম্পাদক- শেখ তৌহিদ সুবহান টিপু, মালেশিয়া।
২৩/ মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক- সাবের সৈয়দ, আরব আমিরাত।
২৪/ সমাজ কল্যান সম্পাদক- আরিফ হোসাইন, ব্রাজিল।
২৫/ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,মোহাম্মদ জিয়াউল ইসলাম জামিল, বেলজিয়াম।
সিনিয়র সদস্যঃ-
২৬/এইস এম দবির তালুকদার, স্পেন।
২৭/সেলিম আহমদ, গ্রীস ।
২৮/কামরুল ইসলাম জুয়েল, পর্তুগাল।
নির্বাহী সদস্যঃ-
২৯/শেখ ইমরান হোসেন, ফ্রান্স।
৩০/নিরব আহমদ রোমন, গ্রীস।
৩১/ মুমিন খান, গ্রীস।
৩১সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি সংগঠনের উপদেষ্টা পরিষদ অনুমোদন প্রদান করেন।
এদিকে আহ্বায়ক কমিটি ফ্রান্স কমিটি অনুমোদন দেন দায়িত্বপ্রাপ্তরা যথাক্রমেঃ-
সভাপতি- তাজ উদ্দীন
সিনিয়র সহ-সভাপতি- জাবের আহমদ
সহ- সভাপতি- মহি উদ্দিন সুহেল
সাধারণ সম্পাদক- সোহেল আহমদ
যুগ্ম সাধারণ সম্পাদক- আব্দুল কুদ্দুস বেগ
যুগ্ম সাধারণ সম্পাদক- খালেদ আহমদ
সাংগঠনিক সম্পাদক- তানিম আহমদ
সহ সাংগঠনিক সম্পাদক- সাকিবুর রহমান লাভলো
প্রচার ও প্রকাশনা সম্পাদক- নাঈম আহমদ
কোষাধক্ষ্য- রুবেল আহমদ
অভিবাসন বিষয়ক সম্পাদক- শরীফ চৌধুরী
নির্বাহী সদস্যঃ-
মোঃ তাইজুল ইসলাম ফয়েজ
এম আলী চৌধুরী।
আহ্বায়ক কমিটি গ্রীস কমিটি অনুমোদন দেন। দায়িত্ব প্রাপ্তরা যথাক্রমেঃ-
সভাপতি- জাকির হোসেন চৌধুরী মুন্না
সিনিয়র সহ-সভাপতি- মোঃ ইলিয়াছ আমেদ
সহ-সভাপতি, শেখ আরিফুল ইসলাম
সহ-সভাপতি, নাজমুল হক
সাধারণ সম্পাদক- রোমন আহমদ নিরব
যুগ্ম সম্পাদক- রাফসান হৃদয়
সাংগঠনিক সম্পাদক, জাবেদ মাহমুদ
প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোহাম্মদ সাঈদ
কোষাধ্যক্ষ- ইকবাল হোসেন
নির্বাহী সদস্যঃ-
মোঃ মুমিন খান
এমদাদ চৌধুরী।
এছাড়াও অন্যান্য দেশের দায়িত্বশীলরা কেন্দ্রীয় কমিটির সাধারণ সদস্য হিসেবে বিবেচ্য হবেন। বহির্বিশ্বে বাংলাদেশী বাংলা ভাষাভাষী মানুষের লেখনীর মাধ্যমে অধিকার আদায়ে সংগঠনটি ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। সংগঠনটি ওয়েবসাইট ইউরো-বাংলা প্রেসক্লাব ডট কমএর মাধ্যমে সংগঠনের কার্যক্রম কর্মসূচি নিয়ন্ত্রণ এবং পরিচালিত হবে।
প্রেস বিজ্ঞপ্তি
Chief Editor : Afroz Khan
Editor: Sunny Ahmed
Executive editor: Mohammed Taizul islam,
Message editor : Shahan Shah Ahmed
Call: +88 01995-019920
Office : Al Marjan Shoping Centre (3nd Floor), Zindabazar, Sylhet 3100
Email : info.Sylhetnewsworld@gmail.com
২০১০ সাল থেকে শুরু – সরকারি নিবন্ধনের আবেদনকৃত নিউজ পোর্টাল।