২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেলো আরো ৩৪ জনের, শনাক্ত ১৩২৯

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০ | আপডেট: ৫:২৭:অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ২০ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৩২৯ জন। মোট শনাক্ত ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৮৫ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ১৭ হাজার ৫০৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ১৪০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬৫টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৯ লাখ ৫৬ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৫২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৩৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।