প্যারিসে সিলেট মিডিয়া কর্পোরেশনের ঈদ পূর্ণমিলনী

প্রকাশিত: ৫:৫৪ পূর্বাহ্ণ, |                          

ময়নুল হক , ফ্রান্স থেকে:

প্যারিসের উপকণ্ঠ বাংলাদেশী অধূষ্যিত এলাকার( ২রা জুলাই) “কুটুমবাড়ি রেস্টুরেন্টে” সিলেট মিডিয়া কর্পোরেশনের আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের উপদেষ্টা আলতাফুর রহমান এর সভাপতিত্বে প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী হোসেন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমদ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিগ্যাল এইড এর প্রেসিডেন্ট এম এ আজাদ,জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সহ-সভাপতি খসরুজ্জামান জালালাবাদী,সহ-সাংগঠনিক
মনোয়ার হোসেন মুজাহিদ,বাংলাদেশ মানবাধিকার কমিশন ফ্রান্স ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল হক কয়েস,রাজনীতিবিদ গোলাম মাহমুদ আজম, সাদ উদ্দিন, মেহেদী হাসান অলি, ডিবিসি নিউজ ফ্রান্স প্রতিনিধি ইকবাল মাহমুদ,ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি তাজ উদ্দীন,সাবেক সাধারণ সম্পাদক কবি সুহেল আহমদ,ওয়েব নিউজ এর পরিচালক বদরুল বিন আফরোজ,
এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নজরুল ইসলাম মাহবুব পরে তিনি
সিলেট মিডিয়া কর্পোরেশন ২০১৭ সালে স্থাপিত হওয়ার পর থেকে সংগঠনটি আর্থ মানবতার কল্যাণে বিগত চার বছরের কার্যক্রম তুলে ধরেন
যথাক্রমে দূর্যোগ, মহামারি, ঈদ, রামাদ্বান উপলক্ষ্যে বিভিন্ন ধাপে গরীব,অসহায়, পরিবহন শ্রমিক, সংখ্যালঘু সহ সিলেট বিভাগের প্রায় ২৩ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ৫৫লক্ষ ১২ হাজার টাকা, ৮ টি পাকা ঘর নির্মাণ-২৮ লক্ষ টাকা,৩০ টি ঘরের সংস্কার- ৮ লক্ষ টাকা,৮ টি টিউবওয়েল,২ লক্ষ ৪০ হাজার, দূরারোগ্য, এক্সিডেন্টে আহত, প্রতিবন্ধী এরকম ৬৭ জন রোগীকে আর্থিক সহায়তা ৯ লক্ষ ৪০ হাজার টাকা,পথশিশু, রিক্সা-ভ্যান চালক সহ ২ হাজার শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ ৫ লক্ষ ৬৫ হাজার টাকা, ১৪ জন প্রবাস যাত্রীকে সহযোগিতা ৫ লক্ষ ৩৬ হাজার টাকা, ১৬ জন মেয়ের বিবাহে সহানুভূতি ৪ লক্ষ ৯০ হাজার টাকা, ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান ৫ লক্ষ ৮৫ হাজার টাকা, করোনা” কালীন ৬ টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ১ লক্ষ ১২ হাজার টাকা,২০ টি পরিবারকে ক্ষুদ্র খামারের জন্যে১ লক্ষ টাকা,৭ টি পরিবারকে সেলাই মেশিন প্রদান ৬৪ হাজার টাকা। এবং সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে গরু কোরবানি বাবৎ ১ লক্ষ ১৫ হাজার টাকা, সর্বমোট সহযোগিতার পরিমাণ ১ কোটি ২৮ লক্ষ ৫৯ হাজার টাকা।
প্রতিবেদন তুলে ধরেন। বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে এবং যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।