
ইলিয়াস আহমেদ, গ্রিস থেকে:গ্রীসের শহর থেসালোনিকি একটি অ্যাপার্টমেন্টে আগুন – লেগে ঘটনাস্থলে একটি শিশু মারা যায়।
পূর্ব থেসালোনিকির মারটিউ অঞ্চলে নাটসিনা স্ট্রিটের তৃতীয় তলার একটি অ্যাপার্টমেন্টে আগুন লাগে। ফায়ার ব্রিগেডের সূত্রে জানা গেছে, দমকল চলাকালীন এক কিশোর অচেতন অবস্থায় আগুন লেগে মারা যান।
৪টি গাড়ি নিয়ে ১২ দমকল বাহিনী নিয়ে ঘটনাস্থলে আগুন নিবানোর চেষ্টা করে। তথ্য অনুযায়ী, কিশোর ও তার পরিবার যে অ্যাপার্টমেন্টে বাস করত, সম্ভবত রেডিয়েটার থেকে আগুন লেগেছিল। সন্তানের চলন সংক্রান্ত সমস্যা ছিল।তাই সে বাসা থেকে বাহির হতে পারে নাই ।ফায়ারিং সার্ভিস প্রায় ২ঘন্টা যাবত কাজ করে আগুন নিভাতে সফল হয়।