পর্তুগাল আল ইসলাহ এর আহবায়ক কমিটি গঠন

প্রকাশিত: ৩:৩০ পূর্বাহ্ণ, |                          

সিদ্দিকুর রাহমান : বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ পর্তুগাল শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা এবং আহবায়ক কমিটি গঠন।রবিবার পর্তুগাল এর রাজধানী লিসবনের স্থানীয় মহারাজ রেস্টুরেন্টে শাখা কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাফিজ আব্দুর রহিম ও সঞ্চালনা করে মাওলানা ফখরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রাহ: এর নাতি মো: ফরিদ উদ্দিন সাহেব।সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় খুব শীঘ্রই দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট এর শাখা খোলার ও সিদ্ধান্ত হয়।সভায় সকলের সম্মতিতে আহবায়ক কমিটি গঠন করা হয় আহবায়ক হাফিক আব্দুর রহিম,যুগ্ম আহবায়ক আহমদ মোজাক্কির চৌধুরী ফয়সল,বশির আহমদ ,সাইদুর রহমান ,ইকবাল হোসেন সুহেল, সদস্য সচিব মাওলানা ফখরুল ইসলাম। অন্যান্য সদস্যরা হলেন মো:হারুন অর রশিদ ,কামরুল ইসলাম(১),কামরুল ইসলাম(২),মোস্তাক আহমদ খিজির, গাজী মো: সালাহ উদ্দিন,মো:সারওয়ার আলম,মাহবুব হাছান সাচ্ছু,নুমান আহমদ ,ময়নুল হোসেন শাওন ,মো:জিয়াউর রহমান,মো:মানিক,মো:বাবুল মিয়া।
সভায় সিদ্ধান্ত হয় আগামী কয়েকদিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং একটি মসজিদ নির্মাণ করার ও সিদ্ধান্ত হয়।