মাদ্রিদে বৃহত্তর কুমিল্লা সমিতির উদ্যোগে সংবর্ধনা

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৩ | আপডেট: ১২:৩৯:পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৩

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে:
মাদ্রিদে বৃহত্তর কুমিল্লা সমিতির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। মঙ্গলবার(৭ ই মার্চ) রাত দশ ঘটিকায় মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার বাংলাদেশ এসোসিয়েশন এর হলরুমে বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়র সহ সভাপতি মুরাদ মজুমদার এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দীন রাজি’র প্রাণবন্ত উপস্থাপনায় বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে ভয়েস অফ বি বাড়িয়া ক্রিকেট টিম কে মাদ্রিদের ক্রিকেট টিমের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ায় ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।সংবর্ধনায় ভয়েস অফ বি বাড়িয়া ক্রিকেট টিম ছাড়া ও মাদ্রিদের ক্রিকেট প্রেমীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
সংবর্ধনা ও নৈশভোজে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান মাদ্রিদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব(লেবার উইং) মোহতাসিমুল ইসলাম।কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বায়তুল মুকাররম বাংলাদেশ মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক নির্বাচন কমিশনের সদস্য সচিব দুলাল সাফা, সাবেক সিনিয়র সহ সভাপতি আল আমিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি একরামুজ্জামান কিরণ, বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সভাপতি নজরুল ইসলাম রানা,সাবেক সভাপতি হেমায়েত খান, বৃহত্তর কুমিল্লা সমিতির সহ সভাপতি আবু সায়েম সরকার, মৌলভীবাজার জেলা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আমিনুর রশিদ চৌধুরী রাজু, গাজীপুর জেলা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি অসীম রিবেরু ক্রীস, বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান, সহ কোষাধ্যক্ষ পিয়াস পাটোয়ারী, ক্রীড়া সম্পাদক সুমন হাওলাদার, সদস্য আহমেদ আসাদুর রাহমান সাদ, দেশ রেস্টুরেন্ট এর স্বত্তাধিকারী আবুল হোসেন, বৃহত্তর কুমিল্লা সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম মেম্বার, উপদেষ্টা শিপন আহমেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী। ভয়েস অফ বি বাড়িয়ার পরিচালক আব্দুল মজিদ সুজন উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য গত ২০ শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন স্পেন কতৃক আয়োজিত ওয়ানডে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিলো উক্ত খেলায় মাদ্রিদের চারটি টিম অংশগ্রহণ করে এর মধ্যে ভয়েস অফ বি বাড়িয়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।