সিলেট ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
তাইজুল ফয়েজ,ফ্রান্স থেকে ঃ
বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২০ ফেব্রুয়ারি ইউনেস্কোতে বিশেষ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা।তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল ভাষা আন্দোলনকারীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন যে, মাতৃভাষার বিষয়ে বাংলাদেশের মানুষের ইতিহাস অত্যন্ত আবেগঘন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কো’র শিক্ষা বিষয়ক শীর্ষ কর্মকর্তা, সহকারী মহাপরিচালক স্টেফানিয়া জিয়ান্নিনি। অনুষ্ঠানে ইউনেস্কো সাধারণ পরিষদ এবং নির্বাহী পরিষদের সভাপতিগণ, হাইতির শিক্ষামন্ত্রী এবং বিভিন্ন সদস্য রাষ্ট্রসমূহের স্থায়ী প্রতিনিধিগণ সহ বিভিন্ন পর্যায়ের কূটনৈতিকগণ অংশগ্রহণ করেন। প্যারিসে বসবাসরত বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবগ। ১২ টি দেশের শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণে আয়োজিত মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে
বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল, উজবেকিস্তান, শ্রীলংকা, সার্বিয়া, আজারবাইজান, ইউক্রেন, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের শিল্পীগণ তাদের বৈচিত্রময় পরিবেশনায় উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন। ‘ভাষার প্রতি ভালবাসা’ প্রতিপাদ্যের উপর দূতাবাস নির্মিত একটি অংশগ্রহণমূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় যেখানে ইউনেস্কোতে নিযুক্ত ৩৩টি দেশের রাষ্ট্রদূত তাদের নিজ নিজ ভাষার প্রতি ভালবাসা ব্যক্ত করেন। পরে মিডিয়া সেন্টার সাংবাদিকদের ব্রিফিং করেন ইউনেস্কো’র শিক্ষা বিষয়ক শীর্ষ কর্মকর্তা, সহকারী মহাপরিচালক স্টেফানিয়া জিয়ান্নিনি,ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত খন্দকার এম তালহা, ফ্রান্সে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত হাইফা আল মগরিন, ফ্রান্সে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আদম আল মুল্লা,
ফ্রান্সে নিযুক্ত সার্বিয়ার রাষ্ট্রদূত তামারা রাস্তোভাক সিয়ামাসভিলি
উল্লেখ্য আন্তর্জাতিক মাতৃভাষক দিবস প্রতি বছর পালন করে
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক শাখা ইউনেস্কো প্রতিষ্টিত হয় দ্বিতীয় বিশ্বের পর ১৯৪৫ সালে।ইউনেস্কোর মূল লক্ষ্য শিক্ষার ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করে শান্তি সমুন্নত রাখবে। যুদ্ধের মানসিকতা থেকে বেরিয়ে আসতে মানবজাতিকে সাহায্য করবে। ব্রিটেনের তৎকালীন শিক্ষামন্ত্রী প্রথম সম্মেলনে সভাপতিত্ব করে সংবিধান পাঠ করেন।
১৯৫২ সালে রাষ্ট্রীয় ভাষা বাংলা চাই আন্দোলনরত ছাত্র ও সমাজ কর্মীদের উপর পুলিশ গুলিবর্ষণ করলে রফিক, সালাম, জব্বার, শফিউল, বরকত-সহ অনেক তরুণ শহিদ হন।
বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য রাষ্ট্র ।১৯৭৩ সালে বাংলাদেশ সরকার ইউনেস্কো কমিশন গঠন করে। ১৯৯৯ সালে প্যারিস অধিবেশনে ১৮৮দেশের সম্মতিতে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
ইউনেষ্কো কর্তৃক বাংলাদেশের স্বীকৃত গুলো হচ্ছে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ,সুন্দরবন, বাগেরহাট মসজিদ, বৌদ্ধবিহার,সিলেটের শীতল পার্টি, কক্সবাজার সমুদ্র সৈকত, বাউল সংগীত।ল
Chief Editor : Afroz Khan
Editor: Sunny Ahmed
Executive editor: Mohammed Taizul islam,
Message editor : Shahan Shah Ahmed
Call: +88 01995-019920
Office : Al Marjan Shoping Centre (3nd Floor), Zindabazar, Sylhet 3100
Email : info.Sylhetnewsworld@gmail.com
২০১০ সাল থেকে শুরু – সরকারি নিবন্ধনের আবেদনকৃত নিউজ পোর্টাল।