সিলেট ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৩
” বাংলাদেশের স্বাধীনতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ”
শীর্ষক সেমিনার ফ্রান্সের রাজধানী প্যারিসের এক বলরুমে গতকাল সন্ধ্যায় ২০২৩ সেমিনার অনুষ্ঠিত হয় । ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের ব্যানারে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বিএনপি নেতা সিরাজুর রহমান, ছাত্রনেতা জুয়েল আহমদ ও শাহেদ আহমদের যৌথ পরিচালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ ও গবেষক মোরশেদ আলম,প্রধান আলোচক শেখ নুরুল ইসলাম, পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মো: লাহির খান পারভেজ,জাতীয় সংগীত পরিবেশন ও স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধাজানিয়ে ১মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের
মাধ্যমে শুরু হওয়া সেমিনারে আলোচক ছিলেন ফ্রান্স বিএনপি নেতা সৈয়দ হেলাল আহমদ, ইকবাল হোসেন আলী,নাসিম আহমদ,রাসেল আহমদ,ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম মাহমুদ আজম, সদস্য সচিব এম আলী চৌধুরী। এছাড়াও আলোচনায় অংশ নেন রানা আব্দুর রব, আশিকুজ্জামান আশিক,শিব্বির আহমদ,,ডালিম আহমদ,মাসুম আহমদ,রুবেল আহমদ জয়,আতিকুল হক আক্তার, রুবেল আহমদ, মিজান আহমদ, সাহেদ আহমদ,শফিউল আলম সজল, শাহ খলিলুর রহমান,আলিমুল হক আলিম,জামিল আহমদ, কামাল আহমদ ইমন, এনামুল হক বারিক রুমেল আহমদ,সোহাগ আহমদ রুবেল,বদরুল ইসলাম প্রমূখ।মূল প্রবন্ধের উপর আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন জিয়াউর রহমান ছিলেন একমাত্র মুক্তিযোদ্ধা তার স্বীকৃতি হিসেবে কলকাতার ফোট উইলিয়াম মিউজিয়ামে ছবি সংরক্ষণ করা হয়েছে। তাজ উদ্দীন আহমদ, ব্যারিস্টার আমিরুল ইসলাম, এইচ টি ইমাম তাদের মুক্তিযুদ্ধ বিষয়ক বইগুলোতে জিয়াউর রহমানের প্রশংসা করেছেন বাংলাদেশের স্বাধীনতা ও জিয়াউর রহমান একই সূত্রে গাথা।
সেমিনারে ফ্রান্স বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও প্রবাসীদের অংশগ্রহণে প্রাণবন্ধু হয়ে উঠে।
Chief Editor : Afroz Khan
Editor: Sunny Ahmed
Executive editor: Mohammed Taizul islam,
Message editor : Shahan Shah Ahmed
Call: +88 01995-019920
Office : Al Marjan Shoping Centre (3nd Floor), Zindabazar, Sylhet 3100
Email : info.Sylhetnewsworld@gmail.com
২০১০ সাল থেকে শুরু – সরকারি নিবন্ধনের আবেদনকৃত নিউজ পোর্টাল।