সিলেট ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
তাজ উদদীন , ফ্রান্স থেকে :
এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ‘অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন’র (আয়েবা) মহাসচিব, লেখক, সংগঠক ও উদ্যোক্তা কাজী এনায়েত উল্লাহ-এর দুইটি বই । বইগুলো হচ্ছে উপন্যাস ’’সময়ের প্রক্ষিতে’’ এবং ’’প্রত্যাশা’’। বইদুটো পাওয়া যাবে গ্রন্থমেলার ৬ নম্বর প্যাভিলিয়নে প্রথমা প্রকাশনীতে।
কাজী এনায়েতুল্লাহ এ পর্যন্ত ছয়টি গ্রন্থের প্রণেতা।
‘’সময়ের প্রক্ষিতে’’ এমনই একটি উপন্যাস, যাতে দুজন মানুষের সমান্তরাল জীবনবাস্তবতা রূপায়িত হয়েছে।
দেশ ও প্রবাসজীবনের পটভূমিতে লেখা এ উপন্যাসের কাহিনিজুড়ে রয়েছে বেদনা ও বিরহের সুর। মানুষের চাওয়া-পাওয়ার হিসাব কীভাবে অনেক সময় জীবনকে দুর্বিষহ করে তোলে, তারই এক চিত্র ফুটে উটেছে এ উপন্যাস। মানুষ কি তার স্বপ্নের দিনগুলো সময়ের ফ্রেমে বাঁধতে পারে? এ প্রশ্নেরই উত্তর যেন খুঁজেছেন লেখক এ বইয়ে।
এছাড়া গেল বারের প্রকাশিত বই ‘বিশ্বপ্রবাস’ এবং এর ইংরেজি অনুবাদ ‘দি লিভিং ওয়ার্ল্ড’ বইয়ের নতুন সংস্করণ পাওয়া যাবে এবারের মেলায়। মেলার স্টল ছাড়াও প্যারিস, ইউরোপ, আমেরিকাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অনলাইনেও পাওয়া যাবে বইটি।
বইয়ের লেখক কাজী এনায়েত উল্লাহ ঢাকার বনানী ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাড়ির কৃতী সন্তান। মেধাবী এই বাংলাদেশি ১৯৭৮ সাল থেকে বসবাস করছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে । সরবোন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে মনোনিবেশ করেন ব্যবসায় । তিনি ইউরোপের একজন সফল ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংগঠক ।
ইউরোপের ২৫টি দেশের প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) মহাসচিব ও ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডব্লিউবিও) এর সভাপতি । ২০১৬ সালের নভেম্বরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রথম ‘বাংলাদেশ গ্লোবাল সামিট’ প্রবাসী বিশ্ব সম্মেলনের সফল আয়োজনকারী হিসাবে দেশে বিদেশে প্রশংসিত হয়েছিলেন তিনি ।
Chief Editor : Afroz Khan
Editor: Sunny Ahmed
Executive editor: Mohammed Taizul islam,
Message editor : Shahan Shah Ahmed
Call: +88 01995-019920
Office : Al Marjan Shoping Centre (3nd Floor), Zindabazar, Sylhet 3100
Email : info.Sylhetnewsworld@gmail.com
২০১০ সাল থেকে শুরু – সরকারি নিবন্ধনের আবেদনকৃত নিউজ পোর্টাল।