মাদ্রিদে শাহজালাল লতিফিয়া মসজিদে শানে রিসালাত সম্মেলন

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২২ | আপডেট: ১:১০:পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২২

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকেঃ
স্পেনের রাজধানী মাদ্রিদে এই সর্ব প্রথম প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুস্টিত হয়েছে শানে রিসালাত সম্মেলন।
সোমবার বাদ মাগরিব মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি মাওলানা খলিলুর রাহমান ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আজমল হোসেন, শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ আবুল কাশেম এবং নাতে রাসুল সাঃ পাঠ করেন হাফিজ আবু তাহের মিসবাহ। শানে রিসালাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিকলেন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারুল হাদিস লতিফিয়ার ইউ কে এর প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলি, এম এ কাদির আল হাসান প্রিন্সিপাল দ্যা ব্রিটিশ মুসলিম স্কুল বার্মিংহাম, মাওলানা খাইরুল হুদা খান ইমাম ও খতিব শাহজালাল জামে মসজিদ মানচেস্টার ইউকে।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রিদ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে শানে রিসালাত এর গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করেন এবং তিনি বেশি বেশি করে শানে রিসালাত মাহফিল আয়োজনের জন্য সবার প্রতি গুরুত্বারোপ করেন।