বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের মাসিক সভা

প্রকাশিত: ৪:৩৪ পূর্বাহ্ণ, |                          

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকেঃ

স্পেনে প্রবাসী বাংলাদেশীদের অভিভাবক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের মাসিক সভা অনুস্টিত হয়েছে। ৪ সেপ্টেম্বর রবিবার রাত দশ ঘটিকায় স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার এসোসিয়েশন এর হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ। সভা পরিচালনা করেন সংগঠন এর সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার। সভায় শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের শিক্ষা সাংস্কৃতিক ও ধর্ম সম্পাদক মোঃ জহির উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান, সহ সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান, সহ কোষাধ্যক্ষ পিয়াস পাটোয়ারী, সহ প্রচার ও অফিস সম্পাদক এমদাদুল হক, শিক্ষা সাংস্কৃতিক ও ধর্ম সম্পাদক মোঃ জহির উদ্দিন, সহ শিক্ষা সাংস্কৃতিক ও ধর্ম সম্পাদক শামিম খান বিপ্লব, মহিলা সম্পাদিকা খালেদা রুমি, নির্বাহী সদস্য আহমেদ আসাদুর রাহমান সাদ।
সভায় সকলের সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে সংগঠনের সভাপতি আল মামুন বাংলাদেশে অবস্থান করায় সহ সভাপতি শামীম আহমদ কে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় এবং বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের নবনির্বাচিত ২২/২৩ ইং এর কার্যকারী কমিটির অভিষেক অনুস্টান অনুস্টিত হবে আগামী ২ অক্টোবর। উক্ত অভিষেক অনুস্টানে কমিউনিটির সর্বস্থরের নেতৃবৃন্দের উপস্তিতি একান্তভাবে কামনা করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার। পরে ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ এর সমাপনি বক্তব্য ও নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।