নকশী বাংলা ফাউন্ডেশন এর মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২২ | আপডেট: ১২:৫১:পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২২

ছাতক অফিস :

স্বেচ্ছাসেবী সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশন এর উদ্যোগে সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন বাজারে গতকাল শুক্রবার দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্রায় পাঁচশত মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে, একটা বিশেষজ্ঞ ডাক্তার টিমের সাহায্যে।টিমের নেতৃত্তে ছিলেন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের (মেডিকেল অফিসার) ডাঃ মোহাইমিনুল বারী নাহিদ।সহযোগী হিসেবে ছিলেন, ডাঃ মোঃ আব্দুল বাছিত, ডাঃ লিজা আক্তার। ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী বন্যাদুর্গতদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

সংস্থার সভাপতি প্রিন্সিপাল শাহীনুর রহমান চৌধুরী বলেন- আমরা বন্যাদূর্গত মানুষের জন্য এই মেডিকেল ক্যাম্প আয়োজন করতে পেরে আনন্দিত। দুর্গত এলাকায় পানি নেমে যাওয়ার সময় নানা ধরণের পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা যায়। দরিদ্র মানুষের পক্ষে বন্যার ধকল কাটিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করার অর্থনৈতিক সামর্থ্য থাকে না। ফলে অনেক সময় এই পানিবাহিত রোগ মহামারি আকার ধারণ করে। আমরা সেজন্যই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি।এবং অন্যান্য উপজেলায়ও আমাদের ফ্রী মেডিকেল ক্যাম্পের কার্যক্রম চলমান থাকবে।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল, দপ্তর সম্পাদক, সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, সংগঠনের সদস্য রায়হান উদ্দিন, হোয়াইট বার্ড একাডেমির প্রতিষ্ঠাতা ও সমাজকর্মী, আহমদ আল কবির চৌধুরী, মাও.নুরুজ্জামান, মাস্টার নুর হাসান, মাছুমা আক্তার,রাহিমা আক্তার, লিপি বেগম, জাহেদ আহমদ, ক্বারী শাহেদ আলী, সুহান মিয়া, মাস্টার জাহেদ আহমদ প্রমুখ।