SylhetNewsWorld | জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল প্যারিস মহানগর কমিটি অনুমোদন - SylhetNewsWorld
সর্বশেষ
 সিলেটে লিভার সংক্রান্ত সচেতনামূলক সভা অনুষ্ঠিত অশ্রুঝরা মুনাজাতে লাখো মানুষের ‘আমিন’ ধ্বনি : সমাপ্ত হলো ঐতিহাসিক ইজতেমা সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকট নাসির উদ্দিন খান সামাদ আজাদ ও ড. হারিছ আলী স্মৃতি বৃত্তি-২০২২ পরীক্ষা অনুষ্ঠিত স্পেনে বৃহত্তর কুমিল্লা সমিতির অভিষেক অনুস্টিত মাদ্রিদে শাহজালাল লতিফিয়া মসজিদে শানে রিসালাত সম্মেলন মাদ্রিদে আঞ্জুমানে আল ইসলাহ’র কাউন্সিল সম্পন্ন ফ্রান্স জাসাসের উৎসবমুখর কর্মীসভা অনুষ্ঠিত আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মিশফাক আহমদ মিশু’র মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক

জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল প্যারিস মহানগর কমিটি অনুমোদন

  |  ১৮:১৭, জুলাই ২৭, ২০২২

 

২৬ জুলাই মঙ্গলবার ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম মাহমুদ আজম ও সদস্য সচিব মোহাম্মদ আলী চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সাবেক ছাত্রদল নেতা জুয়েল আহমদকে আহবায়ক ও সাবেক ছাত্রদল নেতা সাহেদ আহমদকে সদস্য সচিব করে ৮১ সদস্য বিশিষ্ট প্যারিস মহানগর কমিটি অনুমোদন দেওয়া হয়।
আহ্বায়কঃ ১) আহমেদ জুয়েল,
যুগ্ম আহ্বায়ক বৃন্দ ২) আবুল কাসেম
৩)রুবেল আহমদ,
৪) রাহেল আহমদ,
৫)মির্জা খালেদ,
৬) সালেহ আহমদ,
৭) আহমেদ আরাফাত মুসা,
৮) এডভোকেট ফররুখ আহমদ,
৯) সুজন আহমদ,
১০) ময়নুল হক,
১১) খোরশেদ আহমদ,
১২) মুমিতুজ্জামান সুজন,
১৩) মুমিত আহমদ,
১৪) লাহির খান,
১৫) জাহেদ খান,
১৬) আলী হোসেন,
১৭) আক্তার হোসেন,
১৮) পারভেজ তালুকদার,
১৯) সুমন আহমদ
২০) জাহেদ তালুকদার,
২১) রুবেল আহমদ,
২২) আব্দুল হক আক্তার,
২৩) ফাহিম চৌধুরী,
২৪) জুয়েল রানা,
২৫) আনসার আহমদ জুয়েল,
২৬) মোহাম্মদ আব্দুল্লাহ,
২৭) সাদিকুর রহমান বিজয়,
২৮) আলিমুল হক আলিম,
২৯) তারেক আজিজ,
৩০) ইসমাইল মোহাম্মদ সানি
৩১) আহসান হাবীব অপু,
৩১) জামিল আহমদ,
৩২) সুমন আহমদ,
৩৩) মাজহারুল ইসলাম রাজা,
৩৪) এনামুল হক,
সদস্য সচিবঃ
৩৫) সাহেদ আহমদ সহ মোট ৮১ সদস্য বিশিষ্ট প্যারিস মহানগর কমিটি অনুমোদন দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ