SylhetNewsWorld | মহানবী (সা.) এঁর অবমাননায় বিরোধীদলীয় নেতার নিন্দা - SylhetNewsWorld
সর্বশেষ

মহানবী (সা.) এঁর অবমাননায় বিরোধীদলীয় নেতার নিন্দা

  |  ২২:৩৩, জুন ১১, ২০২২

মহানবী হযরত মুহম্মদ (সা.) এঁর শানে ভারতে দুজন রাজনীতিবিদের অবমাননাকর বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

শ‌নিবার (১১ জুন) বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান স্বাক্ষরিত এক বিবৃ‌তি‌তে এ ঘটনা‌কে দুঃখজনক উল্লেখ ক‌রে নিন্দা জানা‌নো হয়।

বিবৃতিতে রওশন এরশাদ বলেন, বিশ্বের ১.৮ বিলিয়ন মুসলমানের নেতা আমাদের নবী হজরত মুহাম্মদ (সা.)। প্রিয় নবী সম্পর্কে ভারতের কিছু রাজনৈতিক নেতার যে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক মন্তব‌্য তার নিন্দা জানানোর ভাষা নেই। বরং এ ধরনের বিবৃতি আমাদের হৃদয়, মন ও আত্মাকে গভীরভাবে আঘাত করছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার জন্য এ ধরনের বক্তব‌্য আমরা আশা করি না। ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম, সকল সময় সকল ধর্মকে সম্মান করে থাকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ