সিলেটে অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে শ্রমিকদের প্রতিবাদ

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, |                          

সিলেটে ব্যতিক্রমী বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পরিবহন শ্রমিকরা। মহানবী হযরত মুহাম্মাদ (সা.) ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা (রা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র জ্যেষ্ঠ দুই নেতার অশালীন বক্তব্যের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেন।

এতে শতাধিক অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও কার গাড়ি নিয়ে বিউগল বাজিয়ে তারা এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

জানা যায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল মাইক্রোবাস উপ-কমিটির উদ্যোগে রোববার (১২ জুন) দুপুরে শতাধিক অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও কার গাড়ি নিয়ে বিউগল বাজিয়ে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। দুপুর ১২টার দিকে পরিবহন শ্রমিকদের গাড়িবহর ওসমানী হাসপাতালের সামন থেকে চলতে শুরু করে। পরে বহরটি নগরীর চৌহাট্টা, জিন্দাবাজার ও বন্দরবাজার হয়ে ফের ওসমানী হাসপাতালের সামনে গিয়ে থামে।

ব্যতিক্রমী এই বিক্ষোভের মাধ্যমে মহানবি হযরত মুহাম্মাদ (সা.) ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা (রা.)-এর প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা এবং ভালোবাসা প্রদর্শন করায় পরিবহন শ্রমিকদের প্রশংসায় ভাসাচ্ছেন সিলেটের তাওহিদি জনতা।