ডা. ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, |                          

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডা. এম এ ওয়াজেদ মিয়ার ১৩ম মৃত্যুবার্ষিকী আজ। ড. ওয়াজেদ মিয়া ২০০৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। তিনি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওয়াজেদ মিয়ার জন্মস্থান পীরগঞ্জের লালদিঘী ফতেহপুরে পরিবার, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন কর্মসূচি হাতে নিয়েছে।

১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি পীরগঞ্জ উপজেলার লালদীঘির ফতেহপুর গ্রামে জন্ম এম এ ওয়াজেদ মিয়ার। তিনি ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান লাভ করেন। ১৯৬২ সালে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হন।

ওয়াজেদ মিয়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৬৭ সালের ১৭ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক ছেলে সজীব ওয়াজেদ জয় এবং এক মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।