ঢাকা দক্ষিণ ইউনিয়ন প্রবাসী পরিষদের ঈদ উপহার প্রদান

প্রকাশিত: ৬:১০ পূর্বাহ্ণ, |                          

 

জাবেদ মাহমুদ এর প্রতিবেদন: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে সামাজিক সংগঠন ঢাকাদক্ষিণ প্রবাসী ঐক্য পরিষদে’র উদ্যোগে ৩’শতাধিক অসহায়, দুঃস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৫এপ্রিল) দুপুর ২টায় ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩শতাধিক পরিবারের মধ্যে বিতরণের জন্য সংগঠনের স্বদেশী প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদে’র চেয়ারম্যান এস.এম আব্দুর রহিমের সভাপতিত্বে ও ঢাকাদক্ষিণ প্রবাসী ঐক্য পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক মো.ফয়জুল হকের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের ধর্ম সম্পাদক মাহমুদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন দেলওয়ার, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সদস্য শেখ খসরুল ইসলাম, কামরুজ্জামান কামরুল, সাবেক ইউপি সদস্য সেলিম আহমদ,ইউপি সদস্য আব্দুর রউফ। এসময় ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এমাদ উদ্দিন আহমদ ,সাধারণ সম্পাদক জাবেদ মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য মাওলানা ফয়সল আহমদ, রুহেল আহমদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক ( ইতালি প্রবাসী)কালাম উদ্দিন, অর্থ সম্পাদক তামিম আহমদ, সহ-অর্থ সম্পাদক জাবেদ মাহবুব, দপ্তর সম্পাদক এস.এম দেলওয়ার হোসেন, সহ-দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন জিলু, প্রচার সম্পাদক সাহেদ আহমদ, সহ- প্রচার সম্পাদক দিলোয়ার হোসাইন মান্না, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাম্মেল আহমদ, সহ- মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তারেক আহমদ খন্দকার, ধর্ম সম্পাদক মাহমুদুল হক,সহ-ধর্ম সম্পাদক আলী হোসেন, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাবেদ আহমদ,সহ- শ্রম বিষয়ক সম্পাদক মুমিত আহমদ, সদস্য আব্দুল্লাহ আল শিমু, জাবেদ খান, রাজু আহমদ, কামরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ঢাকাদক্ষিণের কৃতি সন্তানরা বরাবরই নিজ জন্মস্থানের উন্নয়নে আন্তরিক। সেই ধারাবাহিকতায় এতো সংখ্যক পরিবারের পাশে ঈদ উপহার নিয়ে দাঁড়ানো অনন্য নজির হয়ে থাকবে। আমরা আশা করি প্রবাসীদের এলাকার উন্নয়নে ও অসহায়দের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এসময় ঢাকাদক্ষিণ প্রবাসী ঐক্য পরিষদের সদস্য’রা জানান, “চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে” এই স্লোগান নিয়ে আমাদের পথচলা শুরু হয়েছে। মানবতার কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। ঢাকাদক্ষিণ প্রবাসী ঐক্য পরিষদে’র সকল সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের এই ক্রান্তিলগ্নে পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করার জন্য ঈদ উপহার সামগ্রী বিতরণের মধ্যদিয়ে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ঢাকাদক্ষিণ প্রবাসী ঐক্য পরিষদের ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা ৩’শতাধিক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এ ঈদ সামগ্রী পোঁছে দিবো। ঈদ উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, পেয়াজ, আলু, লবন, চিনি, সেমাই ও ময়দা সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। সংগঠনের সম্মানিত সদস্য মাওলানা ফয়সল আহমদের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।