লন্ডনে একই ঘরে ছুরিকাঘাতে ৪জনকে হত্যা

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২২ | আপডেট: ৭:৪৯:অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২২

লন্ডনের একই ঘরে চারজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। সোমবার ভোররাত ১টা ৪০ মিনিটে খবর পায় পুলিশ। তারপর দ্রুত সাউথ ইস্ট লন্ডনের বারমন্ডসির ডেলাফোর্ড রোড়ের বাড়িতে যায় পুলিশ।

নিহতদের মধ্যে তিনজন মহিলা এবং একজন পুরুষ রয়েছেন। ইমাজেন্সি কর্মীরা জানিয়েছেন ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়েছে।

এই ঘটনার সাথে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকে সাউথ লন্ডন পুলিশ স্টেশনে রাখা হয়েছে। ধারনা করা হচ্ছে ৫জনই একে অপরের পরিচিত।
অপরাধ বিশেষজ্ঞরা তদন্ত চালিয়ে যাচ্ছেন। পুলিশ জানিয়েছে নিহতদের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করা হচ্ছে।