রাজধানীতে বয়ে গেলো বজ্রসহ কালবৈশাখী ঝড়

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২২ | আপডেট: ১:৩৯:অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২২

রাজধানীতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত হয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে। এরপর প্রথমে ঝোড়ো হাওয়া, পরে কালবৈশাখী ঝড় শুরু হয়।

রাজধানীর বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হওয়ারও খবর পাওয়া গেছে। হঠাৎ ঝড়বৃষ্টিতে অফিসগামী লোকজন ও কর্মজীবীদের বেশ ভোগান্তিতে পড়তে হয়।

রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির খবর পাওয়া গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দুই/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।