নারায়ণগঞ্জে ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২২ | আপডেট: ৩:৪৫:অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২২

নারায়ণগঞ্জের মদনপুরের জাহিন গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় লাগা ভয়াবহ আগুন ৫ ঘণ্টা পর রাত ৯টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল সাময়িক বন্ধ ছিল।

এর আগে শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টা নাগাদ ওই কারখানায় আগুন লাগে। মুহূর্তেই কারখানার চারটি ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে। কারখানার পরিসর বড় হওয়ায় ও ভেতরে সম্ভাব্য দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

তবে কারাখানা বন্ধ থাকায় অগ্নিকাণ্ডের সময় ভেতরে কেউ ছিল না বলে ধারণা করা হচ্ছে। কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।