বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে স্পেনে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, |                          

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে স্পেনে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিদ্দিকুর রাহমান, স্পেনঃ
বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন এর উদ্যোগে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ক্যারাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
গত ৫ ই সেপ্টেম্বর (রবিবার) স্থানীয় সময় রাত সাড়ে দশটায় স্পেনের রাজধানী মাদ্রিদের বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের নিজস্ব হল রুমে বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন এর উদ্যোগে আয়োজিত ক্যারেম প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন এর সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক অনুস্টান যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ও সিঃ যুগ্ন সাধারণ সম্পাদক মোরশেদ আলম তাহের।
অনুস্টানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের প্রচার ও অফিস সম্পাদক আবু বক্কর।
পুরস্কার বিতরনী অনুস্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী ঢাকা জেলা এসোসিয়েশন ইন স্পেন এর সভাপতি শাহ আলম।
অনুস্টানে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন এর সিনিয়র সহ সভাপতি আল আমিন মিয়া,কমিউনিটি নেতা মুজাম্মেল হক মনু,এ কে এম জহিরুল ইসলাম, হারুন আহমদ,মিল্টন ভূইয়া কচি,আব্দুল কাইয়ুম মাসুক, নজরুল ইসলাম লিটন, নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেন এর সভাপতি একরামুজ্জামান কিরণ, ঢাকা জেলা এসোসিয়েশন ইন স্পেন এর সাধারণ সম্পাদক এম এইচ মাসুদুর রহমান,খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মাসুদুর রহমান,আক্তারুজ্জামান, আবু সায়েম, আফসার হোসেন নিলু,আমির হোসেন,বদরুল কামালী,হানিফ মিয়াজি, আব্দুল মজিদ সুজন, লোকমান হাকিম, শাওন আহমদ, আবুল কাশেম মুকুল,সাইফুল,ইকবাল, ফারুক,শাহিদ আহমদ, স্পেন বাংলা প্রেস ক্লাবের সদস্য কবির আল মাহমুদ ও সিদ্দিকুর রাহমান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা যুবসমাজকে বিভিন্ন খেলাধুলায় সম্পৃক্ত করায় বাংলাদেশ এসোসিয়েশনের এধরণের সৃজনশীল কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে এধরণের কর্মকাণ্ড আরো বেশি বেশি করার প্রত্যাশা ব্যাক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহ আলম প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে তার পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। সভাপতির বক্তব্যে কাজী এনায়েতুল করিম তারেক বাংলাদেশ এসোসিয়েশনের চলমান পথ চলায় সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। পরে কেরাম প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।