মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১২

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুন ১০, ২০২১ | আপডেট: ৩:৪০:অপরাহ্ণ, জুন ১০, ২০২১

মিয়ানমারের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চার জন। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। রুশ সংবাদমাধ্যম স্পুটনিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সামরিক বিমানটি দেশটির মান্দালয় অঞ্চলের একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বিমানটিতে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছিলেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।