ঘনিয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, |                          

তকতের আঘাতে ভারতের পশ্চিম উপকূল লণ্ডভণ্ড হওয়ার পর এখন ধেয়ে আসছে আরেকটি ঘূর্ণিঝড় ইয়াস। ২৩ মে থেকে ২৬ মের মধ্যে ভারতের পূর্ব উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু হতে পারে।

তুমুল ঝড়-বৃষ্টি নিয়ে ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মতে ওড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং মেঘালয় ও আসাম সংলগ্ন কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দিয়ে শুরু হতে পারে। পরে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা বাড়বে। ২৩ মে থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে। পরে ২৪ মে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সম্ভবত আগামী বুধবার আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইয়াস।

২৩ মে থেকে উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আর যারা সমুদ্রে রয়েছেন, তাদের ২৩ তারিখ সকালের মধ্যে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী এই নামটি প্রস্তাব করেছে ওমান। এর অর্থ ‘হতাশা’।