সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪
গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা তথা বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগ, সকল পাথর,বালু কোয়ারী খুলে দেয়া সহ বৈষম্যের শিকার ১৭ পরগনা খ্যাত বৃহত্তর জৈন্তিয়াবাসীর ১০ দফা ন্যায্য দাবী বাস্তবায়নের লক্ষ্যে গোয়াইনঘাটে মতবিনিময় সভা ও উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকেলে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে হাফিজ তাজুল ইসলাম’র সভাপতিত্বে ও সাংবাদিক মনজুর আহমদ’র পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জৈন্তিয়া উন্নয়ন পরিষদের আহবায়ক এডভোকেট আব্দুল আহাদ, সদস্য সচিব ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন,সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান এমএ রহিম, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমেদ, পরিষদের যুগ্ম আহবায়ক ইসমাইল আলী আশিক, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন, মাষ্টার মনজুর আহমদ, বিএনপি নেতা আব্দুল মালিক, লোকমান আহমদ, শাহেদ মেম্বার, জাকারিয়া আহমদ, মাওলানা নুরুল ইসলাম হেলালি, খেলাফত মজলিস নেতা মাওলানা দেলোয়ার হোসেন ও প্রভাষক নজরুল ইসলাম, মাষ্টার মনজুর আহমদ, জামায়াত নেতা সিরাজ উদ্দিন, আজিজুর রহমান, কামাল উদ্দিন, সাংবাদিক আমির উদ্দিন, মাওলানা রফিক আহমদ, আলিম উদ্দিন, ইয়াহিয়া বাদল, মোশাররফ হোসেন, কাজী শামসুজ্জামান, সুলেমান, সুজন প্রমুখ।
সভায় সকলের সম্মতিতে হাফিজ তাজুল ইসলামকে আহবায়ক ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদকে সদস্য সচিব করে ১০১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করতে উপজেলার ১৩টি ইউনিয়নে উন্নয়ন পরিষদের কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com