জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন’ উপলক্ষ্যে “জুলাই গণহত্যার বিচারের দাবিতে” সিলেটে শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪

জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন’ উপলক্ষ্যে “জুলাই গণহত্যার বিচারের দাবিতে” সিলেটে শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

গতকাল ২৭ নভেম্বর বুধবার সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর আম্বরখানায় গিয়ে সমাবেশের মাধ্যমে ছাত্রশিবির সিলেট মহানগর আয়োজিত এ কর্মসূচি শেষ হয়।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ এর সভাপতিত্বে, মহানগর সেক্রেটারি শাহীন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক সিদ্দিক আহমদ।

প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম বলেন, জুলাই গণহত্যার সাথে জড়িত সকলের বিচার অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে।ফ্যাসিবাদের দোসর অনেকের জামিন হচ্ছে যা দু:খজনক।
তিনি বলেন,গতকাল চট্টগ্রামে একজন বিশিষ্ট আইনজীবীকে হত্যা করা হয়েছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তিনি আরো বলেন,ছাত্রদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব নয় ঐক্য গড়ে তুলতে হবে। কোনো ট্রাপে পা দেওয়া যাবেনা।

বিশেষ অতিথির বক্তব্য সিদ্দিক আহমদ বলেন, ৫ই আগষ্ট ফ্যাসিবাদী হাসিনার পতনের থেকে তারা বিভিন্ন বামে দেশিকে অস্ততিশীল করছে। তারা ক্যাম্পাসগুলো কে নিয়ে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ইসকনের উগ্র সন্ত্রাসীদের মাধ্যমে এ দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, এগুলো সুস্পষ্টভাবে ভারতের পেস্ক্রিপশনে হচ্ছে।

সভাপতির বক্তব্য মহানগর সভাপতি শরীফ মাহমুদ বলেন, জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের দোসররা,ভারতের তাবেদাররা বাংলাদেশের এই অভ্যুথান কে নিয়ে, এই স্বাধীনতা কে নিয়ে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তিনি বলেন, জুলাইয়ের গনহত্যাকারীদের অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে।

মিছিল ও সমাবেশে অনন্যদের মধ্য উপস্থিত ছিলেন, শাবিপ্রবির সভাপতি তারেক মনোওয়ার, সিলেট জেলা পূর্ব সভাপতি মারুফ আহমদ, জেলা পশ্চিম সভাপতি নজরুল ইসলাম। উক্ত কর্মসূচিতে সিলেট মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ