সড়কের বাজার ইউনাইটেড কলেজ-এর উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪

সড়কের বাজার ইউনাইটেড কলেজ-এর উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

 

সমন্বিত শিক্ষা প্রসারে মাইলফলক ভূমিকা রাখবে সড়কের বাজার ইউনাইটেড কলেজ
…অধ্যাপক সিরাজুল হক

কানাইঘাট সরকারি কলেজ-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সিরাজুল হক বলেছেন, আমাদের নৈতিক মূল্যবোধসম্পন্ন ও আধুনিক যুগ-জিজ্ঞাসার জবাব দিতে সক্ষম এমন মানুষ দরকার। কিন্তু আজকের শিক্ষাব্যবস্থা এমন মানুষ উপহার দিতে ব্যর্থ হচ্ছে। আমি মনে করি, সড়কের বাজার ইউনাইটেড কলেজ আধুনিক ও মূল্যবোধসম্পন্ন তথা সমন্বিত শিক্ষা প্রসারে মাইলফলক ভূমিকা রাখবে। এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকা পালন করছেন, তাদের চিন্তাধারা আমাকে আশাবাদী করে তুলেছে।

আধুনিক ও মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ার প্রত্যয় নিয়ে সদ্য প্রস্তাবিত সড়কের বাজার ইউনাইটেড কলেজ-এর উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজ-এর শিক্ষাকার্যক্রম বাস্তবায়ন এবং বৃহত্তর সড়কের বাজার এলাকার বিশিষ্ট ব্যক্তি ও অভিভাবকদের সঙ্গে পরামর্শ ও মতবিনিময় উপলক্ষে আয়োজিত এ সুধী সমাবেশ শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় বাজারস্থ শাহজাহান কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

১নং লক্ষ্মীপ্রসাদ ইউপির সাবেক চেয়ারম্যান ডাক্তার ফয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও শাহবাগ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ বশির আহমদের সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ বাহার, রাজনগর দারুস সুন্নাহ ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বদরুল হোসাইন, বিয়ানীবাজার কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু ছিদ্দিক, কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক শিহাব উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৪নং সাতবাঁক ইউপির চেয়ারম্যান আবু তায়্যিব শামীম,
তাহিরপুর আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল আলীম, অগ্রণী ব্যাংক সড়কের বাজার শাখার সাবেক ম্যানেজার এডভোকেট অলিউর রহমান, সড়কের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল্লাহ সাঈদ, প্রাথমিক শিক্ষক পরিষদ, কানাইঘাট-এর সাবেক সভাপতি খাজা আজির উদ্দিন, ডাক্তার নিজাম উদ্দিন প্রমুখ।
সমাবেশে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বৃহত্তর সড়কের বাজার এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জুবায়ের আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ