প্যারালাইজড় রোগে আক্রান্ত শিক্ষার্থী মাহী কবির সকলের সহযোগিতায় সুস্থ হয়ে বাঁচতে চায়

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪

প্যারালাইজড় রোগে আক্রান্ত শিক্ষার্থী মাহী কবির সকলের সহযোগিতায় সুস্থ হয়ে বাঁচতে চায়

প্যারালাইজড় রোগে আক্রান্ত শিক্ষার্থী মাহী কবির সকলের সহযোগিতায় সুস্থ হয়ে বাঁচতে চায়প্যারালাইজড় রোগে আক্রান্ত আল-আমীন জামেয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী মাহী কবির সকলের সাহায্য-সহযোগিতায় সুস্থ হয়ে বাঁচতে চায়। সে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ৮নং রোড়ে বহর গ্রামের দিনমজুর মোঃ হুমায়ুন কবীর এর মেয়ে।
জানা যায়, প্রায় এক বছর আগে নবম শ্রেণির পরীক্ষ চলাকালীন সময় মাহী’র পিঠে হঠাৎ ব্যাথা দেখা দেয়। ব্যাথা আস্তে আস্তে পিঠ থেকে বুকে দিকে চলে আসে। এই অবস্থায় তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন সময় মাহীর দু’পা অবস হয়ে প্যারালাইজড় হয়।
গত ২০২৩ সালের ১০ জানুয়ারি ঢাকার আগারগাঁওস্থ ন্যাশনাল নিউরো সায়েন্স হাসপাতালে মাহীর অপারেশন হয়। অপারেশনের পর হতে এখন পর্যন্ত সাবারের সি.আর.পি হাসপাতালে চিকিৎসাধীন। মাহীকে নিয়মিত থেরাপী দিতে হয়। তাকে আরো ৯ মাস থেরাপী দিলে সে চলাফেরার উপযোগী হতে পারবে বলে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলেছেন। মাহীকে পরিপূর্ণ সুস্থ করতে ভারত নিয়ে যেতে হবে। ভারতে গিয়ে চিকিৎসা করতে ৮/১০ লাখ টাকার প্রয়োজন।
মাহী’র থেরাপী ও ঔষধ সহ চিকিৎসাবাদ প্রতিমাসে খরচ হচ্ছে ১৫/২০ হাজার টাকা। এতো টাকা দিনমজুর পিতা হুমায়ুন কবীর এর পক্ষে যোগাড় করা সম্ভব হচ্ছে না।
পরিবারের একমাত্র উপার্জনকারী হুমায়ুন কবীর প্রতিদিন যা আয়-রোজগার করেন তা দিয়ে কোন মতে সংসার চলাচ্ছেন। মেয়ের চিকিৎসার টাকা যোগাড় করা অসম্ভব।
বর্তমানে মাহীর অবস্থা খুবই খারাপ। থেরাপী ও ঔষধ ক্রয় করার টাকাও তার পিতা যোগাড় করতে পারছেন না। মেয়েকে সুস্থ করতে দেশ-বিদেশে অবস্থানরত সমাজের বিত্তবানদের সাহায্য সহযোগিতা কামনা করেছেন।
মাহীর চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তিগণ আর্থিক সাহায্য বিকাশ: ০১৭২৭ ৪৭১৫২৪ নাম্বার, সঞ্চয়ী হিসাব নাম্বার ২৯৯১৫৮০০৩১৮৩৪, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, ইসলামপুর, মেজরটিলা বাজার শাখা, সিলেট পাঠাতে বিনীত অনুরোধ জানিয়েছেন তার পিতা মোঃ হুমায়ুন কবীর।

এ সংক্রান্ত আরও সংবাদ