সিলেট ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪
“আযানের গান” গ্রন্থের প্রকাশনা উৎসব সম্পন্
————————————————————–
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডর চেয়ারম্যান, অধ্যাপক মোঃ জাকির আহমদ বলেন,
নুর মোহাম্মদ চৌধুরীর গান হৃদয়কে জাগ্রত করে। শক্তিশালী গান-কবিতা হৃদয়কে ভেদ করে মহাসমুদ্রে চলে যায়। সুন্দরতম শব্দ ও সুন্দরতম বিন্যাসই হলো কবিতা। ইসলামি গান সুন্দর ও আলোর পথ দেখায়। নুর মোহাম্মদ চৌধুরীর রচনা তাই বলে।
গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর ২০২৪) সন্ধ্যা ৬ ঘটিকার সময় সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদ আয়োজিত সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে কবি নুর মোহাম্মদ চৌধুরী মুবিন রচিত ইসলামি সংগীত “আযানের গান” দ্বিতীয় গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক কবি মোঃ আমিনুল ইসলাম, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর সিলেট ব্যুরো প্রধান, সাংবাদিক সেলিম আউয়াল, সিলেট সাংস্কৃতিক সংসদের পরিচালক ও ভিন্ন ধারার সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কোষাধ্যক্ষ অধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, কবি ও কলামিস্ট সালেহ আহমদ খসরু।
সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ও সিলেট সেন্ট্রাল কলেজের প্রভাষক আবদুল কাদির জীবন-এর উপস্থাপনায় ও শিল্পী মোঃ মুজতাবা চৌধুরী (তানজিল) এর কণ্ঠে মহাগ্রন্থ আল-কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পাপড়ি প্রকাশনীর স্বত্বাধিকারী ও ছড়াকার কামরুল আলম, মূল প্রবন্ধ উপস্থাপন করেন ছড়াকার জহুর মুনিম। অনুভূতি প্রকাশ করেন “আযানের গান” গ্রন্থের লেখক, গীতিকার নুর মোহাম্মদ চৌধুরী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, গল্পকার ও অভিনেতা মিনহাজ ফয়সল, ইন্জিনিয়ার নুরুল কিবরিয়া চৌধুরী, সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কবি ছয়ফুল আলম পারুল, দিগলবাক উচ্চবিদ্যালয় ও কলেজের প্রভাষক শাহ সরওয়ার আলী, কবি মিজানুর রহমান, সাংবাদিক বদরুল আমিন, উদ্দীপন একাডেমির শিক্ষক রাসেল আহমদ, প্রাবন্ধিক আব্দুল বাছিত, কবি কামাল আহমদ।
অনুষ্ঠানে লেখকের বই থেকে গান পরিবেশন করেন, দিশারি শিল্পী গোষ্ঠীর প্রশিক্ষক শিল্পী হেলাল আহমদ, শিল্পী রায়হান আহমদ। এছাড়া ইসলামি সংগীত পরিবেশন করেন, দিশারী শিল্পী গোষ্ঠীর প্রশিক্ষক শাহ নেওয়াজ চৌধুরী রাজীব, শিল্পী আব্দুল্লাহ চৌধুরী তালহা ও শিল্পী কয়েস আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রোটারিয়ান ও ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী, সিলেট জজকোর্টের আইনজীবী মুহিবুর রহমান এহিয়া, ওয়াছেহকুজ্জামান চৌধুরী, মাওলানা সোলেইমান আহমদ, সমাজকর্মী হাফিজ আব্দুল আওয়াল, কে এম মাসুদুর রহমান, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি সাজিদুর রহমান, শামীম আহমদ, মোঃ আব্দুল মজিদ খান, মনোয়ার হোসেন আব্দাল, কবি আব্দুস সোবহান, সোহেল আহমদ, শিল্পী বাহা উদ্দিন বাহার, জাহাঙ্গীর আহমদ চৌধুরী, আরমান আহমদ আফ্রিদি, এ কে এম জালাল হোসেন, মোঃ আব্দুল মালেক প্রমুখ।
সভাপতির বক্তব্যে দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, কবিতা-গান চিন্তাশক্তির আলো জাগায়। নুর মোহাম্মদ চৌধুরীর গান-কবিতা আমাদের হৃদয়কে স্পর্শ করে, আলোকিত করে এবং এক প্রেরণার স্বর।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com