সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪
স্কলার্সহোম মেজরটিলা কলেজে আইসিটি অলিম্পিয়াড অনুষ্ঠানে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, তথ্যপ্রযুক্তিতে দক্ষ তরুণরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে বিশ্বায়নের এই পৃথিবীতে নেতৃত্ব দিবে। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ, তোমাদের কৃতিত্ব ভবিষ্যতের বাংলাদেশকে সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের একাডেমির ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন ও আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক শেখ মো.আবু সায়িম।
প্রোগ্রামিং কম্পিটিশনে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত নতুন নতুন প্রোগ্রামিং উপস্থাপন করে। সেরা পাঁচটি দলে ভাগ হওয়া এসব তরুণ প্রোগ্রামাদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। এতে বিচারকমণ্ডলি হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের আইসিটি বিভাগের শিক্ষকবৃন্দ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025