ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি সিলেট জেলা নির্বাহী কমিটির ২০২৬-২০২৮ সেশনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারী) নগরীর একটি একটি অভিজাত হোটেলের হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
আইডিইবি সিলেট জেলার প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী প্রশান্ত কুমার চৌধুরী নব নির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী নির্বাচন কমিশনার প্রকৌশলী জুবায়েদ হাসান।আইডিইবি সিলেট জেলার শতাধিক প্রকৌশলী এ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সাংগঠনিক দ্বিতীয় সেশনে নব নির্বাচিত সভাপতি প্রকৌশলী রফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী রোটারিয়ান মঈনুল ইসলাম চৌধুরীর পরিচালনায়
আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সিনিয়র সদস্য ও সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী নজরুল হুসেন, সাবেক সভাপতি প্রকৌশলী জালাল আহমেদ, সদ্য বিদায়ী সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরু, সহ-সভাপতি প্রকৌশলী নুরুল হুদা চৌধুরী, প্রকৌশলী রুহুল আলম, প্রকৌশলী মাহবুবুর রহমান জাকারিয়া, প্রকৌশলী ফরিদ মিয়া, কাউন্সিলর প্রকৌশলী আব্দুস সবুর, কাউন্সিলর প্রকৌশলী আতিকুর রহমান, প্রকৌশলী নাসির উদ্দীন, প্রকৌশলী সুহেল মাহমুদ চৌধুরী প্রমুখ।