সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আগামীতে বৈষম্যহীন জ্ঞানভিত্তিক নতুন দেশ ও সমাজ গঠনে মেধাবী প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে। এই দেশকে নতুনভাবে বিনির্মাণে আজকের মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, একজন শিক্ষার্থীর জীবনে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীদের জীবনে নেতৃত্ব, ধৈর্য, নিয়মানুবর্তিতা, পরাজয় মেনে নেওয়ার মানসিকতাসহ বিভিন্ন গুণাবলিতে বিকশিত হয়, যা তাদের পরবর্তী জীবনে বড় ভূমিকা পালন করে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে নগরীর শামীমাবাদস্থ কলেজ ক্যাম্পাসে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবিদুর রহমান এর সভাপতিত্বে এবং রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান রহিমা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ উদযাপন কমিটির আহবায়ক ও কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ এনামুল হক চৌধুরী সোহেল।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলেজের সাবেক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক প্রধান মো. এনামুল হক চৌধুরী, গার্হস্থ্য বিভাগের সাবেক প্রধান মাহফুজা সিদ্দিকা, গণিত বিভাগের প্রধান মোঃ আলমগীর, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আজির উদ্দিন, অর্থনীতি বিভাগের প্রধান মোছাম্মৎ শাহানা বেগম, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান সামিরা আক্তার, বাংলা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মোঃ আলমগীর হোসেন, দর্শন বিভাগের প্রধান সামিয়া সুলতানা চৌধুরী প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষ্যে বক্তব্য রাখেন মিশকাতুল আফরা সামিয়া। পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী হুমায়রা সুলতানা এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী শ্রেয়া সরকার। নৃত্য পরিবেশন করেন জ্যোতি সোম নুপূর ও সোহানা আক্তার। সঙ্গীত পরিবেশন করেন শ্রেয়া সরকার ও কাইফা আক্তার রিনিয়া। অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকতা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কলেজের এ বছরের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যম্পিয়ান হয়েছে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী কাইফা আক্তার রিনিয়া এবং রানার্সআপ হয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজিহা বেগম। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।