আমি লাল রঙটা চিনি
রঙটার অনেক দাম জানি
সতেরশো সাতান্ন সনে
লালে রাঙা ছিল পলাশীর প্রাঙ্গণে
উনিশত বায়ান্ন সনে
লাল রক্ত দিছি ভাষার জন্যে
মহান মুক্তিযোদ্ধের ইতিহাস
লাল রক্তের কথা বলবো কী আর
লাল রক্ত দিয়েছে লাখো লাখো প্রাণ
ছিনিয়ে এনেছি পতাকার লাল বৃত্তের মান
দুই হাজার চব্বিশে এসে
লাল রক্ত দিলাম বৈষম্য রোধে
রক্তে বাংলা লাল করেছি
এই কথা তো মিত্যে নয়।।
লেখক : শিক্ষার্থী সিলেট সরকারি কলেজ।