সিলেট ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪
উদয় সমাজ কল্যান সংস্থা সিলেট এর ১৮ তম ওয়াজ মাহফিল ৬ ডিসেম্বর শুক্রবার বেলা ২টা হতে রাত ১২টা পর্যন্ত সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের প্রথম গলিতে অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসেবে উক্ত ওয়াজ মাহফিলে তাফসির পেশ করবেন-মাওলানা মুস্তাক আহমদ খান সাহেব, খতীব শাহী ঈদগাহ ও বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ সিলেট,মাওলানা নাজমুদ্দিন কাসেমী সাহেব, খতিব নাইওরপুল জামে মসজিদ সিলেট,মাওলানা মুফতি নাসির উদ্দিন সাহেব, ( বি-বাড়িয়া )ইমাম ও খতীব খাসদবীর মদনী জামে মসজিদ সিলেট,মাওলানা কারী শিহাব উদ্দিন শিবলী সাহেব, মোহতামিম মোহাম্মদনগর হাফিজিয়া নুরানীয়া মাদ্রাসা বড়লেখা সিলেট,মাওলানা ওয়াহিদুল হক সাহেব, (সুনামগঞ্জী),মাওলানা সামসুল ইসলাম হাদী সাহেব ( জকিগঞ্জী ) ইমাম ও খতীব বায়তুল জান্নাত জামে মসজিদ লেচুবাগান সিলেট,মাওলানা আফতাব উদ্দিন সাহেব ( কানাইঘাটী )ইমাম ও খতীব চৌকিদেখী আঙ্গুর মিয়া জামে মসজিদ সিলেট।
এতে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উদয় সমাজ কল্যাণ সংস্থা সিলেটের সভাপতি সজিবুর রহমান রুবেল।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com