সিলেট এসএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, মহোদয়ের সভাপতিত্বে সিলেট মহানগর এলাকায় অবস্থিত ট্রাভেল এজেন্ট কর্তৃপক্ষের মতবিনিময় সভা গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ রবিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়।
এ সময় ট্রাভেল এজেন্ট কর্তৃপক্ষ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ কমিশনার এসব সমস্যা সমাধানে আশ্বাস প্রদান করেন।
পুলিশ কমিশনার মহোদয় বলেন, মানবপাচার, অর্থপাচার ও চোরাচালান আমাদের আইনি দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। তিনি উল্লেখ করেন, অনেক মানুষ বিদেশ যাওয়ার আশায় বাড়ি-ঘর বিক্রি করে প্রতারিত হচ্ছে। প্রতারণাকারীরা তাদের কর্মফল একদিন ভোগ করতেই হবে। তিনি বলেন, আমরা একটি নিরাপদ ও আধুনিক সিলেট গড়ে তুলতে চাই। চুরি, ছিনতাই, ডাকাতি ও প্রতারণা চলতে থাকলে নিরাপদ নগরী সম্ভব নয়। অপরাধ নির্মূল করতে পারলেই তা সম্ভব হবে। তিনি বলেন, সবার সাথে কথা বলে একমত পাওয়া যায় যে, যানজট এই শহরের বড় সমস্যা। যানজট মুক্ত হলে নগরবাসীর অনেক সুবিধা রয়েছে যেমন-কর্মঘণ্টা বাঁচবে, যাতায়াতের সময় কমবে, ছিনতাইয়ের ঝুঁকি কমবে, রোদ-বৃষ্টি থেকেও মানুষ রেহাই পাবে। তিনি জানান, “গত ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বর পরিচালিত অভিযানে দেখা গেছে—ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর অন্যান্য হাসপাতালে দুর্ঘটনা-জনিত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। রিকশাগুলো বের হতে না পারায় দুর্ঘটনার হার কমে এসেছে। এছাড়া রিকশার ব্যাটারি থেকে উৎপন্ন বর্জ্য মানবদেহ ও পরিবেশের জন্য ক্ষতিকর। তিনি বলেন, সিলেট একটি সম্ভাবনাময় অঞ্চল। যদি নিরাপদ, যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করা যায়, তাহলে বিদেশি পর্যটকরা এখানে আসতে বেশি আগ্রহী হবে। ট্রাভেল এজেন্সিদের উদ্দেশে তিনি বলেন, যেসব অবৈধ ট্রাভেল এজেন্সি প্রতারণা, মানবপাচার ও জালিয়াতিতে যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৈধ এজেন্সিগুলোর কাগজপত্র পর্যালোচনা করে পুলিশের পক্ষ থেকে ‘সার্টিফায়েড স্টিকার’ দেওয়া হবে এবং তিনি বলেন আপনারা তা প্রচারণা করবেন যে এই স্টিকারবিহীন কোনো এজেন্সিতে প্রতারিত হলে আপনারা তার দায় নিবেন না । তিনি বলেন, বৈধ এজেন্সিগুলো চাইলে একটি অ্যাপের মাধ্যমে একত্রে সেবা দিতে পারে—এতে গ্রাহকরা নিরাপদ থাকবে। সৎ ব্যবসায়ীদের জন্য পুলিশের সকল ধরনের সহযোগিতা থাকবে। তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, যারা অবৈধ ট্রাভেল ব্যবসায় জড়িত, তাদের সম্পর্কে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করা আপনাদের নৈতিক দায়িত্ব।তিনি উপস্থিত সকলকে ও নগরবাসীকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দসহ সিলেট মহানগর এলাকায় অবস্থিত ট্রাভেল এজন্ট কর্তৃপক্ষ।