শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ–নেদারল্যান্ডস তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। মাঠে বসে খেলার সুযোগ যেমন থাকছে, তেমনি সরাসরি সম্প্রচারও দেখা যাবে টিভি ও অনলাইনে।
বাংলাদেশে সিরিজটি দেখাবে দেশের দুটি জনপ্রিয় চ্যানেল—টি স্পোর্টস ও নাগরিক টিভি। অনলাইনে খেলা দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাডে, যা পাকিস্তানেও সম্প্রচার করবে। ভারতের দর্শকরা ম্যাচগুলো দেখতে পাবেন ফ্যানকোডে, আর বিশ্বের অন্যান্য দেশে দেখা যাবে টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে।
নির্ধারিত ভারত সফরের পরিকল্পনা থাকলেও সেটি পিছিয়ে যাওয়ায় নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজ খেলছে টাইগাররা। তিন ম্যাচের সিরিজ শেষে সরাসরি এশিয়া কাপ ২০২৫ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে লিটন দাসরা। তাই এই সিরিজকে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবেই দেখছে বাংলাদেশ।
অন্যদিকে, ডাচদের জন্য এই সিরিজ বড় সুযোগ। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়। তাই উপমহাদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা নিতে এই সিরিজকে তারা দেখছে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই।
বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোয়েস, ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেডরিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্টিয়ান ব্র্যাট ও টিম প্রিঙ্গেল।