সিলেট ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২৪
সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের হিয়াবরণ মোল্লাপাড়া যুব সমাজের আয়োজনে মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ঘাসিটুলা বেঁত বাজার খেয়াঘাটের পূর্ব মাঠে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করা হয়।
সমাজকর্মী মোঃ রুকনুরুজ্জামানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এডভোকেট ছাইদুর রহমান জিবেব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ দেহ ও সুস্থ মন একজন মানুষকে সবসময় এগিয়ে রাখে। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি সুপার মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফঠিক মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগি সমাজ সেবক হাজী মোহাম্মদ সুয়েল আহমদ, সমাজ সেবক ও জিন্দাবাজারের ব্যবসায়ী মোঃ দিলেক মিয়া, সেলিম আহমদ সেলিম, সবুজ সেনা যুব সংঘের সাবেক -সভাপতি রিয়াজ উদ্দিন বাদশাহ, কুঠিল আহমদ, নজরুল ইসলাম, লালদিঘীর পারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাব্বির আহমদ, সিলেট সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রজব আহমদ, ব্যবসায়ী মোঃ ফরহাদ আহমদ।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথি সবাইকে নিয়ে ফিতা কেটে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করেন।
নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেন আদর্শ স্পোর্টিং ক্লাব বনাম বন্ধু মহল স্পোর্টিং ক্লাব মোল্লাপাড়া। খেলায় পর্যায়ক্রমে রেফারির দায়িত্বে ছিলেন মামুন আহমদ, রমজান আহমদ ও জামাল আহমদ।
মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী খেলায় প্রচুর দর্শকের উপস্থিতি লক্ষ্যে করা গেছে। করতালি, চিৎকার, এবং উৎসব মূখর পরিবেশে আনন্দের সাথে খেলা উপভোগ করেন।
উল্লেখ্য, মিনি ফুটবল নাইট টুর্নামেন্টে সর্বমোট ২৪ টি দল নাম তালিকাভুক্ত হয়েছে । এর মধ্যে ১৮টি দল প্রথম রাউন্ডের খেলা শেষ করেছে এবং বাকি দলের খেলা আগামী শুক্রবার একই মাঠে হবে।
মিনি ফুটবল নাইট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সার্বিক দায়িত্বে রয়েছেন, রাহিম আহমদ, নাঈম আহমদ, ফাহিম আহমদ, তামিম আহমদ, মারুফ, ইফতি, জাবের আহমদ, জাকুয়ান আহমদ ও তাওহীদ, প্রমূখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com