এডভোকেট ছাইদুর রহমান জীবেব মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৫
এডভোকেট ছাইদুর রহমান জীবেব মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের বৃহত্তর ঘাসিটুলা এলাকায় এডভোকেট ছাইদুর রহমান মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় ঘাসিটুলা বেত বাজার পয়েন্ট সংলগ্ন পূর্ব মাঠে এই খেলার  উদ্বোধন করা হয়। টুর্নামেন্ট উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। হিয়াবরণ মোল্লাপাড়া এলাকার মুরব্বী মোহাম্মদ বদর আহমদের সভাপতিত্বে ও সবুজ সেনা যুব সংঘের সাবেক সভাপতি মঈন উদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও কাজির বাজারের বিশিষ্ট ব‍্যবসায়ী সমাজ সেবক  হাজী মোঃ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যের শুরুতে তিনি সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।  শিক্ষার্থী ও খেলোয়াদের উদ্দেশ্য  তিনি  বলেন  সুস্থ দেহ ও সুস্থ মন একজন মানুষকে সবসময় এগিয়ে রাখে। পড়া লেখার  পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করা প্রয়োজন এডভোকেট ছাইদুর রহমান জীবেব নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের শুভসূচনায়  শুভকামনার পাশাপাশি যে কোন প্রয়োজনে তিনি সর্বাত্বক সহযোগিতা করবেন  বলে আশাবাদ ব‍্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,১০,১১,১২,ওয়ার্ডের সংরক্ষিত সাবেক মহিলা কাউন্সির রুহেনা খানম মুক্তা, বিশিষ্ট সমাজ সেবক ১০নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ও টুর্নামেন্টের আয়োজক এডভোকেট ছাইদুর রহমান জীবেব, সবুজ সেনা যুব সংঘের সভাপতি রিয়াজ উদ্দিন বাদশা, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মতিন, সিলেট সিটি সুপার মার্কেটের সেক্রেটারি ও বিশিষ্ট ব‍্যবসায়ি আতাউর রহমান রজব, রেফারি আব্দুল মুকিত রাজন। এ ছাড়া অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব‍্যবসায়ী মোঃ সিরাজ মিয়া, জিলাল উদ্দিন, মঈন মিয়া, ইরান মিয়া, সমাজকর্মী কুটিল আহমদ,শাহ আলম,নিজাম উদ্দিন, সৈকত আহমদ, ফয়েজ আহমদ,ছাদিক আহমদ, হাবিব আহমদ। খেলা পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন হাসান,রাহিম, নাঈম, ইফতি, মারুফ, জাবের, তানিম, ফাহিম,জাকুয়ান, তাওহীদ। উদ্বোধনী খেলায় প্রথম রাউন্ডে ৩ টি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী টিমগুলো হচ্ছে দুর্বার কলাপাড়া বনাম লিটন স্টার বিজয়ী লিটন স্টার।ম্যান অব দ্যা মাচ রনি আহমদ। দ্বিতীয় খেলা নাবিল স্পোর্টিং ক্লাব বনাম টিম আর সি ,বিজয়ী টিম আর সি ম্যান অব দ্যা ম্যাচ তাওহিদ। তৃতীয় খেলা জয়নাল ইলাছ বনাম নীল আকাশ। বিজয়ী নীল আকাশ,ম্যান অব দ্যা ম্যচ তানজিন। উদ্বোধনী খেলা দেখতে বৃহত্তর এলাকার শতশত দর্শক উপস্থিত ছিলেন। ঘাসিটুলা পঞ্চায়েত কমিটির সদস্য, সবুজ সেনা যুব সংঘের নেতৃবৃন্দ,হিয়াবরণ মোল্লাপাড়া নাইট মিনি ফুটবল লীগ টুর্নামেন্টের নেতৃবৃন্দ, ঘাসিটুলা বয়েস ক্লাবের নেতৃবৃন্দসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের খেলোয়ার এবং গণ‍্যমান‍্যব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলায় মোট ৬২ টিম অংশ গ্রহণ করবে। টুর্নামেন্টে এন্ট্রি ফি ১৫০০ শত টাকা রাখা হয়েছে এবং প্রত‍্যেক খেলায় ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ পুরস্কার রয়েছে। ফাইনাল খেলায় প্রথম পুরস্কার  নগদ ৩০,০০০টাকা,  দ্বিতীয় পুরস্কার নগদ ১৫,০০০টাকা দেয়া হবে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে । টুর্নামেন্টের খেলা প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। এডভোকেট ছাইদুর রহমান জীবেব নাইট টুর্নামেন্টে উপলক্ষে আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ জয়নাল আহমদ। অতিথিবৃন্দকে স্বাগতম জানিয়ে শুভেচ্ছা বক্তব্যে রাখেন সাংবাদিক মোঃ আলমগীর আলম,প্রমূখ।