সিলেটের দক্ষিণ সুরমার জহির-তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয় এর পরিবারের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃ মোঃ সিরাজুল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক অত্র বিদ্যালয়ের অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ প্রদান এবং ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল ৩ আগষ্ট রবিবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়াস্থ জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাছিত এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক বিধান রঞ্জন ধরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক তমাল কান্তি দেব। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটি সাবেক সভাপতি ও সাবেক শিক্ষক মোঃ আসাদ খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম, সহকারী শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আহমদ শমশের সিরাজ সুহেল, এডহক কমিটির অভিভাবক সদস্য মোঃ আব্দুল কাইউম খান। এছাড়াও শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মাহের আহমদ।
অনুষ্ঠানে আলহাজ্ব ডাঃ মোঃ সিরাজুল ইসলাম ফাউন্ডেশন পক্ষ থেকে ৩য় বারের মত বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।
আলহাজ্ব সিরাজুল ইসলামের রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার আলোয় এলাকাকে আলোকিত করতে মরহুম আলহাজ্ব ডাঃ মোঃ সিরাজুল ইসলাম তাঁর পিতা ও চাচার নামে জহির-তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাঁদের আদর্শ লালন করে পরিবারের সদস্যবৃন্দ শিক্ষাক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করা মহতী ও প্রশংসনীয় কাজ। বক্তারা বলেন, শিক্ষা উপকরণ প্রদানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহী হয়ে এগিয়ে যাবে। বক্তারা বলেন,মেধাবী ঝড়ে পড়া শিক্ষার্থীদের লেখাপাড়ায় আরো এগিয়ে নিতে এই শিক্ষানুরাগী পরিবারের মত শিক্ষার উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি