সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সিলেট ৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা) আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী সাংবাদিক গোলজার আহমদ হেলাল বলেছেন, নতুন বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। আমাদের দেশে এখনোও মাদ্রাসাকে অবহেলার চোখে দেখা হয়। চব্বিশের ছাত্র গণঅভ্যুত্থানের পর এটি আর থাকবে না। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা শিক্ষার মধ্যে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণ অভ্যুত্থানের সময়কাল পর্যন্ত মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, আলেম ও ধর্মপ্রাণ মুসলমানেরা অগ্রণী ভূমিকা রেখেছে। আযাদী আন্দোলনের লড়াই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,প্রতিটি সংগ্রামে মাদরাসার শিক্ষার্থীরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে,শহীদ হয়েছে। তাদের এ অবদান ভূলার মতো নয়। তিনি বলেন, চব্বিশের ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম স্পিরিট হলো একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
গোলজার আহমদ হেলাল গতকাল বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যেবাহী ও প্রাচীনতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পাখিবিল আনোয়ারুল উলুম মাদরাসা, জামিয়া সায়্যিদা ফাতিমাতুয্ যাহরা রাযি. দারুল হাদিস সারীঘাট মহিলা মাদরাসা ও ডৌডিক মারকাজুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পৃথক ৩টি কোরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানগুলোতে আরো বক্তব্য রাখেন, পাখিবিল আনোয়ারুল উলুম মাদ্রাসার মুহতামীম হযরত মাওলানা ফয়জুল ইসলাম, সারিঘাট মহিলা মাদ্রাসার মুহতামীম মাওলানা রইস উদ্দিন ফতেহপুরী , ডৌডিক মারকাজুল উলুম মাদ্রাসার মুহতামীম মাওলানা রফিকুর রহমান, প্রবীণ মুরুব্বী মৌলভী আতিক আহমদ, দৈনিক আলোকিত সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি ইমাম উদ্দিন, সাংবাদিক হোসেইন মিয়া,সোহেল মিয়া প্রমুখ।
উল্লেখ্য আমেরিকার ম্যানহাটন মদিনা মসজিদের সহ-সভাপতি খলিল আহমদ ও যুুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক জাবেদ আহমদ এর সহযোগিতায় মহাগ্রন্থ আল কোরআন বিতরণ কর্মসূচি জৈন্তাপুর উপজেলার ৩টি মাদ্রাসায় সম্পন্ন হয়।এর পূর্বে আরো ২টি মাদ্রাসায় কোরআন বিতরণ করা হয়।