স্টাফ রিপোর্টার : সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেছেন বর্তমানে মাদ্রাসা শিক্ষা সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা। মাদ্রাসায় লেখাপড়া করে দেশের শীর্ষ পর্যায়ে ডিসি এসপি সচিব সহ বিভিন্ন পর্যায়ে মাদ্রাসার ছাত্ররা প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন আমি নিজেও মাদ্রাসায় লেখাপড়া করে মাদ্রাসায় শিক্ষকতা করেছি, আজ ইবনে সিনা হাসপাতালে মতো প্রতিষ্ঠানের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করে জনগণের সেবা করছি। তিনি বুধবার দুপুরে গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদরাসায় ২০২৫ইং শিক্ষাবর্ষে অধ্যয়নরত গরিব, এতিম ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও মাদ্রাসার ইউনিফর্ম বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ মনসুর হোসেন খান, ২৭নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, এডভোকেট মোহাম্মাদ নাজমুল হুদা, সভাপতি, অত্র মাদ্রাসা এডহক কমিটি, মোঃ আঃ কাইয়ুম, সদস্য, অত্র মাদ্রাসা এডহক কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ খলিলুর রহমান, সুপার অত্র মাদ্রাসা। এছাড়াও আরো এলাকার অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আগে গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে ২৭নং ওয়ার্ড জামাতে ইসলামির পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি।

