রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট’র বহুমুখী সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত জুলাই ২৯, ২০২৫
রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট’র বহুমুখী সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত

সিলেটের ফেঞ্চুগঞ্জে রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট’র বহুমুখী উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসব কার্যক্রমের মধ্যে রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি, সিলিং ফ্যান বিতরণ, নগদ অর্থ প্রদান, করোনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ, মশারী বিতরণ ও খাদ্যসামগ্রী বিতরণ।

ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি আসাদুজ্জামান রনির সঞ্চালনায় আয়োজিত এসব কার্যক্রমে উপস্থিত ছিলেন পিপি মো কবির উদ্দিন, পিপি আজিজুর রহমান, পিপি ইকবাল হোসেন, আইপিপি আবদুল বাসিত, তফজ্জুল হোসেন, রোটাঃ আব্দুল কাদির চৌধুরী মিসবাহ, আহমেদ ইয়াহিয়া সাদি, জাকির হোসেন, হুমায়ুন কবির প্রমুখ।