সিলেটে ক্রীড়াঙ্গনের সুপরিচিত মুখ আহমদ জুলকারনাইন এর যুক্তরাষ্ট্র গমণ উপলক্ষে সংবর্ধনা

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত জুলাই ২৭, ২০২৫
সিলেটে ক্রীড়াঙ্গনের সুপরিচিত মুখ আহমদ জুলকারনাইন এর  যুক্তরাষ্ট্র গমণ উপলক্ষে সংবর্ধনা

সিলেটের কিংবদন্তি ক্রিকেটার ও ক্রীড়াঙ্গনের সুপরিচিত মুখ আহমদ জুলকারনাইন এর যুক্তরাষ্ট্র গমণ উপলক্ষে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে গুণীজনের উপস্থিতিতে এই সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত সবাই সমাজ সেবক আহমদ জুলকারনাইন এর নিরাপদ যাত্রা ও দোয়ার পাশাপাশি উপহারসামগ্রী ও ফুলেল শুভেচছা প্রদান করেন। কৃতি ক্রিকেটার মোস্তফা কামাল পাশা মওদুদের পক্ষ থেকে প্রদান করা হয়  সুদৃশ্য ক্রিকেট বল ব‍্যট ও  ক্রেষ্ট। নজরুল একাডেমির পক্ষ থেকে ফুলেল শুভেচছা, রাজন চন্দর পক্ষ থেকে ক্রেষ্ট। সংবর্ধনা অনুষ্ঠানে সবার জন্য  আখনী, বিরানি খাবারের আয়োজন ছিল। প্রাণবন্ত আড্ডায়   উপস্থিত থেকে অনেকে বলেন, আমাদের সকলের প্রত্যাশা আহমদ ভাই আবার আমাদের মাঝে ফিরে আসবেন,আবার জমে উঠবে আমাদের প্রতিদিনকার আসর।

গুণীজনেরা বলেন, সমাজ সেবক আহমদ জুলকারনাইনের  জন্য দোয়া থাকবে সম সময় তিনির  যুক্তরাষ্ট্র যাত্রা শুভ ও নিরাপদ হোক সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করি।

সংবর্ধিত ব‍্যক্তি সমাজ সেবক আহমদ জুলকারনাইন বলেন,আমাকে সংবর্ধিত করার জন্য উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সবার প্রতি আমার অবিরাম ভালোবাসা ও দোয়া রইলো।সংবর্ধনা ও খুশগল্প আড্ডায় উপস্থিত ছিলেন, সংবর্ধিত অতিথি আহমদ জুলকারনাইন,শামছুল আলম শাহিদ,হারুন আল রশীদ দিপু, মাহমুদ আলম চৌধুরী মাকুম, খলিলুর রহমান খোকন, দৌলত, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, হানিফ আলম চৌধুরী, সোয়েব, কয়ছর, মাহবুব, শফিক,মাসুক, ফয়ছল, হুমায়ুন, পুলক,দিনেশ,খলিল, কয়েছ, আশরাফ আরমান, খোকন ফকির, রুয়েব আহমদ,জসীম, তুহিন, শিব্বির, শহিদুল হক,রাজন চন্দ প্রমুখ।