সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, দারিদ্র্যমুক্ত ও সহিংসতামুক্ত মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে সকলকে কাজ করতে হবে। নারীর চোখে শিশুর হাসিতে দেশ গড়তে পারলে নতুন সভ্যতার বিকাশ ঘটবে।তিনি বলেন,সরকার আমি, রাষ্ট্র আমার এই শপথে উজ্জীবিত হতে পারলে বৈষম্যহীন সমাজ গঠনে আমরা ভূমিকা রাখতে পারব।
তিনি শনিবার সকালে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসন, সিলেট ও জেলা সমাজসেবা কার্যালয়, সিলেটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: আব্দুর রফিক।
সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজির,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার, সিভিল সার্জন, সিলেটের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা: স্বাপ্নীল রায়,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাঈদুর রহমান ভূঁইয়া,জুলাই কন্যা তানজিনা বেগম।
এর আগে অনলাইনে লাখো কন্ঠে শপথ অনুষ্ঠান ও সমাজ সেবা মন্ত্রণালয়ের জাতীয় কর্মসূচিতে যুক্ত করা হয় সিলেটের অংশগ্রহণকারীদের।লাখো কন্ঠে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সমাজকল্যাণ এবং মহিলা, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শেদ।