লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র দায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠান সম্পন্ন

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত জুলাই ২০, ২০২৫
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র দায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠান সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র ২০২৫-২৬ বর্ষের দায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে নগরীর মেজরটিলাস্থ মোহাম্মদপুরে লায়ন বাবলী চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত হয়।

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলীর সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন সানজিদা খানম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের ডাইরেক্টর লায়ন নাজনীন হোসেন, লায়ন বাবলী চৌধুরী, লায়ন আছিয়া খানম শিকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির ডাইরেক্টর লায়ন কাজী আব্দুল মুকিত।
সভায় সর্বসম্মতিক্রমে লায়ন বাবলী চৌধুরী-কে প্রেসিডেন্ট, লায়ন সানজিদা খানম-কে সেক্রেটারী এবং লায়ন আছিয়া খানম শিকদার-কে ট্রেজারার করে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলী নতুন প্রেসিডেন্ট লায়ন বাবলী চৌধুরীর হাতে দায়িত্ব হস্থান্তর করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লায়ন অঙ্গণে মহিলাদের একমাত্র ক্লাব লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা। এ ক্লাব শুরু থেকে দেশ-জাতির ও আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। সুরমা লায়ন্স ক্লাবের অতীত ঐতিহ্য ও সুনাম রয়েছে। সেই সুনাম ধরে রেখে আগামীতেও নতুন দায়িত্বশীলগণ নিজ নিজ অবস্থান থেকে মানবসেবায় অগ্রণী ভূমিকা রাখবেন।
বক্তারা এই ক্লাবের মতো সিলেটের অন্যান্য লায়ন্স ক্লাবগুলোকে মানবসেবা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি