রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট’র কার্যক্রম শুরু

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত জুলাই ৭, ২০২৫
রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট’র কার্যক্রম  শুরু

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট’র প্রেসিডেন্ট হিসেবে ২০২৫-২৬ সেশনের কার্যক্রম শুরু করেছেন রোটারিয়ান ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী। রবিবার (৬ জুলাই) সাপ্তাহিক সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন তিনি।

নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি-৬৫ রিপসা টিমের কো-অর্ডিনেটর (এডমিন) কামরুজ্জামান চৌধুরী রুম্মান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর (ফাইন্যান্স) মোহাম্মদ কবির উদ্দিন।

সভায় আরও উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান আসাদুজ্জামান রনি, পিপি আজিজুর রহমান, পিপি রেহান উদ্দিন, পিপি ইকবাল হোসেন, আইপিপি আব্দুল বাসিত, তফজ্জুল হোসেন, ইখতিয়ার আহমেদ চৌধুরী, আব্দুর রকিব চৌধুরী মিসবাহ, জাকির হোসেন , রাসেল আহমদ প্রমুখ।

সভা শেষে আগত সকল অতিথি ও ক্লাব সদস্যকে গিফট প্রদান করেন প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী।